বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলার সময়েই তৈরি হয়েছিল ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপের সদস্য ছিলেন আওয়ামি লিগ সমর্থিত শিল্পীরা। সেই গ্রুপের সদস্যদের মধ্যে হওয়া চ্যাট প্রকাশ্যে আসার পরেই শুরু হয় বিতর্ক। সেই বিতর্ক এখনও মেটেনি। এ বার এই নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সেই চ্যাটের কথা সামনে আসার পরে তাঁকে নিয়মিত সামাজিকভাবে হেনস্তা হতে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ‘হিন্দু’ হওয়ার জন্য তাঁর উপর চাপ আরও বেড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। ফেসবুক লাইভে এসে ‘আলো আসবেই’ গ্রুপ এবং তাঁর নিজের মতামত তুলে ধরেছেন এই অভিনেত্রী।‘আলো আসবেই’ গ্রুপের সদস্যদের মধ্যেকার চ্যাট প্রকাশ্যে আসার পরে তা নিয়ে শুরু হয় বিতর্ক। তারপরে চুপ করেই ছিলেন ওই গ্রুপের সদস্যরা। এবা র ফেসবুক লাইভে এসে নিজের মত এবং বক্তব্য জানিয়েছেন জ্যোতিকা জ্যোতি । তাঁর মতে, ওই গ্রুপের সবাইকে ‘সামাজিক কাঠগড়ায়’ দাঁড় করানো হয়েছে। ফলে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না তাঁরা। সেই সঙ্গে তিনিও সামাজিক হেনস্তার শিকার হচ্ছেন বলেও জানিয়েছেন।
নেটিজেনদের দাবি, বাংলাদেশের ছাত্র আন্দোলনে পড়ুয়াদের উপর হামলা চালানোর ক্ষেত্রে উস্কানি দিয়েছিলেন ওই শিল্পীরা। তাঁদের ‘স্বৈরাচারের দোসর’ এবং ‘গণহত্যার ইন্ধনদাতা’ হিসেবে তকমাও দেওয়া হয়। এবার এই নিয়ে প্রশ্ন তুলেছেন জ্যোতি। তিনি যে সেই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তার কী প্রমাণ আছে বলে প্রশ্ন তুলেছেন তিনি। জ্যোতি বলেন, ‘আমি যে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলাম তার কোনও প্রমাণ আপনাদের কাছে আছে? না থাকলে এসব কথা কেন বলছেন? আপনারা কি জানেন, এই ধরনের অপবাদ মানুষের ওপর কী ধরনের প্রভাব ফেলে?’ সেই অপবাদ তিনি আর সহ্য করতে পারছেন না বলেও জানিয়েছেন।
নেটিজেনদের দাবি, বাংলাদেশের ছাত্র আন্দোলনে পড়ুয়াদের উপর হামলা চালানোর ক্ষেত্রে উস্কানি দিয়েছিলেন ওই শিল্পীরা। তাঁদের ‘স্বৈরাচারের দোসর’ এবং ‘গণহত্যার ইন্ধনদাতা’ হিসেবে তকমাও দেওয়া হয়। এবার এই নিয়ে প্রশ্ন তুলেছেন জ্যোতি। তিনি যে সেই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তার কী প্রমাণ আছে বলে প্রশ্ন তুলেছেন তিনি। জ্যোতি বলেন, ‘আমি যে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলাম তার কোনও প্রমাণ আপনাদের কাছে আছে? না থাকলে এসব কথা কেন বলছেন? আপনারা কি জানেন, এই ধরনের অপবাদ মানুষের ওপর কী ধরনের প্রভাব ফেলে?’ সেই অপবাদ তিনি আর সহ্য করতে পারছেন না বলেও জানিয়েছেন।
এই অভিনেত্রীর দাবি, হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন খুব স্বাভাবিক বিষয়। দেশের না মানুষের কোনও ক্ষতি করার উদ্দেশ্য ওই গ্রুপের ছিল না। শিল্পীরা কখনই হত্যার সমর্থন করতে পারেন না বলেও জানান তিনি। সেখানের কিছু মানুষ ওই গ্রুপ নিয়ে নানা কথা বলে শিল্পীদের ক্ষতির মুখে ফেলছেন বলেও মন্তব্য করেন তিনি।
জ্যোতি বলেন, ‘ এখন আমাদের দেশে মহিলাদের কোনও সম্মান নেই।’ তিনি অভিনেত্রী এবং হিন্দু বলেই তাঁকে নিয়ে বাজে কথা বলা খুব সহজ বলেও দাবি করেন তিনি।