Homeসাহিত্যস্পিভাক পেলেন হোলবার্গ পুরস্কার ২০২৫

স্পিভাক পেলেন হোলবার্গ পুরস্কার ২০২৫


বিশ্বখ্যাত সাহিত্য-সমালোচক ও পোস্টকলোনিয়াল তাত্ত্বিক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক পেয়েছেন ২০২৫ সালের হোলবার্গ পুরস্কার। নরওয়ের ক্রাউন প্রিন্স হকন আগামী ৫ জুন এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এই সম্মানজনক পুরস্কার প্রদান করবেন। নরওয়ের পার্লামেন্ট প্রতিষ্ঠিত ও বার্গেন বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পুরস্কারকে মানবিক ও সামাজিক বিজ্ঞানের নোবেল পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়।

হোলবার্গ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, “সাহিত্যতত্ত্ব, অনুবাদ, উত্তর-উপনিবেশিক গবেষণা, রাজনৈতিক দর্শন ও নারীবাদী তত্ত্বে অসামান্য অবদানের জন্য” স্পিভাককে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

শুধু গবেষণার ক্ষেত্রেই নয়, প্রান্তিক জনগোষ্ঠীর সাক্ষরতা বৃদ্ধিতেও তিনি কাজ করে চলেছেন। হোলবার্গ কমিটির বিবৃতিতে বলা হয়েছে, “স্পিভাক বিভিন্ন দেশে, বিশেষ করে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নিরক্ষরতা দূরীকরণে কাজ করে যাচ্ছেন।”

বিশিষ্ট ইতিহাসবিদ ও সাবঅল্টার্ন স্টাডিজ তাত্ত্বিক দীপেশ চক্রবর্তী বলেন, “এটি মানবিক বিদ্যায় তার বহুমাত্রিক অবদানের এক বিশাল স্বীকৃতি। তার ‘Can the Subaltern Speak?’ বহুদিন ধরে আলোচিত হবে।”

মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন ও ধর্মতত্ত্বের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে নরওয়ের পার্লামেন্ট বিশিষ্ট দার্শনিক ও সাহিত্যিক লুডভিগ হোলবার্গের নামে এই পুরস্কার চালু করে।  এবছর পুরস্কারের অর্থমূল্য ৫,১৫,০০০ ইউরো।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত