Homeসাহিত্যসালেক খোকনের গবেষণাগ্রন্থ ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’

সালেক খোকনের গবেষণাগ্রন্থ ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’


স্বাধীনতার মাসে প্রকাশিত হয়েছে লেখক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’।

মুক্তিযুদ্ধের সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, কীভাবে এবং কোথায় ট্রেনিং নিয়েছিল? সেই ট্রেনিং কি খুব সহজ ছিল? ট্রেনিং শেষে কোন কোন এলাকায় কীভাবে লড়াই করে মুক্তিযোদ্ধারা? সে লড়াই কতটা ভয়ার্ত ছিল? সাধারণ মানুষ কীভাবে যুক্ত ছিল রণাঙ্গনে? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতেই লেখক প্রায় শতাধিক মুক্তিযোদ্ধার মুখোমুখি হয়েছেন গত পাঁচ বছরে। যোদ্ধার চোখে দেখার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে। তাদের সেই ভাষ্য থেকেই ৬৬টি শিরোনামে মুক্তিযুদ্ধের শতাধিক লড়াইয়ের ঘটনা তুলে ধরা হয়েছে নতুন এই গবেষণাগ্রন্থে।

কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন বলেন, ‘এদেশে যে কজন গুণী মানুষ একক প্রচেষ্টায় গবেষকের দৃষ্টিতে মুক্তিযুদ্ধের বিস্মৃত ইতিহাস তুলে আনার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তাঁদের মধ্যে সালেক খোকন অগ্রগণ্য। নিভৃতচারী এ লেখক এক যুগেরও অধিক সময় ধরে মুক্তিযুদ্ধে আমাদের গৌরব, বেদনা ও সাহসের ইতিহাস শোনাতে ব্রতী হয়েছেন, যা ছিল অন্তরালে।’

প্রচ্ছদ: সব্যসাচী হাজরা।
প্রকাশনী: কথাপ্রকাশ।
মূল্য: ৮০০ টাকা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত