সে যাইহোক, বরিশাল আমার একেবারেই ভালো লাগেনি, তাই এত বছর পরেও কলকাতা যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার সাথে সাথে যাওয়ার জন্য আমি অস্থির হয়ে উঠেছিলাম। তোমার দাদা ছিল দোটানায়। একদিকে তার কাব্যখ্যাতি বাড়ছে, কলকাতা থেকে ডাক আসে প্রায়ই, বন্ধুবান্ধব আর ভক্তও হয়েছে অনেক। কলকাতায় থাকতে পারলে লেখার চর্চা আরও বাড়ানো যাবে, এদিকে ছাত্র পড়ানোটাও একঘেয়ে লাগছে। তাই একদিন আমার শাশুড়িকে সার্বিক পরিস্থিতির কথা বলে… বিস্তারিত