Homeসাহিত্যবিশ্ব ইজতেমার ভিডিও দাবিতে ছড়ানো হলো পাকিস্তানের ভিডিও

বিশ্ব ইজতেমার ভিডিও দাবিতে ছড়ানো হলো পাকিস্তানের ভিডিও


গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে ২০২৫ সালর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এটি বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তাবলিগ জামাতের শুরায়ে নেজামের তত্ত্বাবধানে অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারীরা এবারের ইজতেমা পালন করছেন। আগামীকাল রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে, ২০২৫ সালে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের ভিডিও দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।

আব্দুল্লাহ শেখ’ (Abdullah Sheikh) নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল (৩১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘রাতের আঁধারে টঙ্গী ইজতেমার নজর কাড়া দৃশ্য। হে আল্লাহ টঙ্গি বিশ্ব ইজতেমা সফল ও কবুল করুন।’ (বানান অপরিবর্তিত) ভিডিওটিতে রাতের বেলায় ড্রোন শটের মাধ্যমে বিভিন্ন রঙের তাঁবুর দৃশ্য দেখা যাচ্ছে।

আজ (শনিবার) বিকেল ৩টা পর্যন্ত ওই ভিডিওটি প্রায় ১ লাখ ৬ হাজার বার দেখা হয়েছে এবং ১ হাজার ১০০ রিঅ্যাকশন পড়েছে। এ ছাড়া পোস্টটি ২ হাজার ৮০০ শেয়ার হয়েছে এবং কমেন্ট পড়েছে ১১৪ টি। পোস্টে অনেকে ২০২৫ সালে টঙ্গীর ইজতেমার দৃশ্য মনে করে কমেন্ট করেছেন। মনজুরুল হক নোমান লিখেছে, ’মাশাআল্লাহ।’

শামিম মাহমুদ, মো মাহাদী হাসান (Md Mahdi Hasan) নামে ফেসবুক অ্যাকাউন্ট, ‘Tawhid jamil/ তাওহীদ জামিল Official Fan’s club’ নামে গ্রুপে শারমিন আক্তার (Sarmin Akter) নামে অ্যাকাউন্ট এবং মুফতি মাহবুব কাশেমী নামের পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

এছাড়া Fu Ad Jck (ফুয়াদ জ্যাক) নামে অ্যাকাউন্ট থেকে ‘রাতের ইজতেমার ময়দান বিশ্ব ইজতেমা 2025 আল্লাহ তায়ালা কবুল করুন আমিন সফল হউক।’ ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। (বানান অপরিবর্তিত)

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে, আজিজুল আফ্রাদ (Azizul Afrad) নামে ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। এই পোস্টটি ২০২৪ সালের ১২ নভেম্বর করা হয়। এর সাথে ছড়িয়ে পড়া ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

২০২৫ সালে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওর সাথে আজিজুল আফ্রাদ নামে অ্যাকাউন্টের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

২০২৫ সালে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওর সাথে আজিজুল আফ্রাদ নামে অ্যাকাউন্টের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিও থেকে জানা যায়, এটি পাকিস্তানের লাহোরের ২০২৪ সালের রায়উইন্ড ইজতেমার দৃশ্য। একই ভিডিও পাকিস্তানের লাহোরের সিটি ট্রাফিক পুলিশ তাদের ফেসবুক পেজ থেকেও ২০২৪ সালের ১২ নভেম্বর পোস্ট করা হয়।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ‘দ্য ন্যাশনে’ প্রকাশিত প্রতিবেদনেও এই সম্পর্কিত তথ্য পাওয়া যায়। প্রতিবেদনটি ২০২৪ সালের ১১ নভেম্বর প্রকাশিত হয়। তা থেকে জানা যায়, গত বছরের ১১ নভেম্বর মাওলানা ইব্রাহিমের নেতৃত্বে বিশেষ মোনাজাতের মাধ্যমে পাকিস্তানের লাহোরের রায়উইন্ড ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ‘দ্য নিউজ ইন্টারন্যাশনালে’ প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

সুতরাং, টঙ্গীতে ২০২৫ সালে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের ভিডিও দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশ থেকে ধারণ করা নয়। প্রকৃতপক্ষে, গত বছরের ১১ নভেম্বর পাকিস্তানের লাহোরে সমাপ্ত হওয়া রায়উইন্ড ইজতেমার রাতের দৃশ্যের ভিডিওই টঙ্গীতে বিশ্ব ইজতেমার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত