স্কুলের ইউনিফর্ম পরা একটি মেয়ে একজন মধ্যবয়সীর সঙ্গে পাশাপাশি চেয়ারে বসে আছে। তাদের ঘিরে রেখেছে কয়েকজন নারী–পুরুষ। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হচ্ছে, ওই স্কুলছাত্রীকে বিয়ে করেছেন পাশের চেয়ারে বসা একই বিদ্যালয়ের দপ্তরি।
ভিডিওতে একজন ব্যক্তিকে ভয়েস ওভারে বলতে শোনা যায়, ‘এখানে স্কুলছাত্রীকে বিয়ে করেছে সেই স্কুলের দপ্তরি।’ এরপর মধ্যবয়সীকে জিজ্ঞেস করা হয়, তাঁর বয়স কত। জবাবে তিনি বলেন, ‘পাষট্টি (৬৫)।’ স্কুলের ইউনিফর্ম পরা মেয়েটিকে বয়স জিজ্ঞেস করা হলে বলে, ‘১৫ বছর।’
ভিডিওতে মধ্যবয়সীকে বলতে শোনা যায়, ‘আমি স্কুলে যাই, আমি স্কুলে দপ্তরিগিরি করি, পরে হেয় (সে) স্কুলে যায়, পরে তারে সুযোগ সুবিধা দেই, হেয় ছুটিতে বাড়িতে আসে, পরে এইজন্য আমার সাথে ভালো প্রেম হয়ে যায়।’
‘রাফসান সিক্সটিনাইন (RaFsan 6 T9)’ নামের ফেসবুক পেজ থেকে গত রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘চাচায় কামডা করছে কি।’ (বানান অপরিবর্তিত)
আজ মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ওই ভিডিওটি ৬৭ লাখের বেশিবার দেখা হয়েছে এবং এতে ১ লাখ ৭৮ হাজার রিঅ্যাকশন পড়েছে। এ ছাড়া পোস্টটি ৫ হাজার ৭০০ শেয়ার হয়েছে এবং এতে সাড়ে ৯ হাজার কমেন্ট পড়েছে। এসব কমেন্টে অনেকে এটিকে অভিনয় বলে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ সত্য মনে করেও মন্তব্য করেছেন।
আঞ্জুমান ইসলাম (Anjum Islam) নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘এগুলো হাসি তামাশায় না নিয়ে কঠিন শাস্তি দেওয়া উচিৎ। মরার বয়সে এসে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে, আর একটা মেয়ে যদি বুড়ি হয়ে কচি ছেলেকে বিয়ে করে তাহলে হয়, blue fairy Layla? মা ছেলে? কঠিন শাস্তি বলতে খালি মুখে বললাম না বুঝে নেন, মেয়েদের বাবা মা মেয়েকে খাওয়াতে কস্ট হলে মেরে ফেলেন তাও এই কাজ কৈরেন না please অনেক এরকম হচ্ছে মেয়েকে জোর করেও এই কাজ বাবা মা করাচ্ছে।’ (বানান অপরিবর্তিত)
‘Feelings/ অনুভূতি’ নামে একটি ফেসবুক পেজ থেকে গত ২ ফেব্রুয়ারি ‘স্কুলছাএি কে বিয়ে করলো স্কুল এর দপ্তরি, কাকায় কামডা করল কি’ এবং মো. সজীব খান (MD Sojib Khan) নামে একটি অ্যাকাউন্ট থেকে ‘চাচায় কামডা করলো কি দেখছোনি,,,, স্কুল ছাত্রিকে বিয়ে করলো একই স্কুলের দপ্তরি না জানি আমাদের কবে দেখতে হয় এমন দৃশ্য’- এই ক্যাপশনে ভিডিওটি পোশট করা হয়েছে। (বানান অপরিবর্তিত)
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘Mkd Cd Tv’ নামে একটি ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটি গত ২৬ জানুয়ারি প্রকাশ করা হয়েছে।
পোস্টটির ক্যাপশনে লেখা, ‘১৫ বছরের ইস্কুল ছাত্রী বিয়ে করছে ৬৫ বছরের দপ্তরিকে অতঃপর।’
‘Mkd Cd Tv’ নামে ফেসবুক পেজটির ডিটেইলস সেকশনে গিয়ে দেখা যায়, এটিতে ‘ডিজিটাল ক্রিয়েটর’ লেখা। যার মানে পেজের এডমিনেরা এখানে ডিজিটাল কন্টেন্ট পোস্ট করে থাকেন।
এ ছাড়া ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা মেয়েটিকে ‘Mkd Cd Tv’ নামে ফেসবুক পেজে গত ২০ জানুয়ারি প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়।
এই ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘এক মায়ের তিন বোন বিয়ে করছে শুধু একটি সন্তানের আশায় অতঃপর।’
একই পেজে গত ৩ ফেব্রুয়ারি পোস্ট করা একটি ভিডিওতে মেয়েটিকে দেখা যায়। হলুদ শাড়ি পরা মেয়েটি একজন বৃদ্ধের পাশে বসা। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘ভালোবাসার টানে ৭৫ বছরের বৃদ্ধ বিয়ে করছেন ১৮ বছরের তরুণীকে অতঃপর।’
একই নামের ইউটিউব চ্যানেলেও ভিডিও দুটি পাওয়া যায়।
এই বিষয়ে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড সার্চ করে ‘দিশা ২৪ (Disha 24)’ নামের একটি ইউটিউব চ্যানেলে একই দৃশ্যের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি গত ৩১ জানুয়ারি প্রকাশিত।
ভিডিওটির শিরোনাম, ‘আজব ঘটনা ১৫ বছরের স্কুল ছাত্রীকে বিয়ে করলো ৬৫ বছরের স্কুলের দপ্তরি | Short film 2025 | Disha 24’
Mkd Cd Tv এবং Disha 24 নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ঘেঁটে দেখা গেছে, অসম বয়সের বিয়েসহ নানা বিষয় নিয়ে তারা ভিডিও পোস্ট করে।
এতে স্পষ্ট যে, স্কুলছাত্রীকে একই স্কুলের দপ্তরি বিয়ে করেছেন— এমন দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত নাটিকা।