Homeসাহিত্যফ্যাক্টচেক /‘দেশ লুটেরা–মাফিয়াদের কবলে’— অন্তর্বর্তী সরকার নয়, আ.লীগের উদ্দেশে বলেছিলেন মির্জা ফখরুল

ফ্যাক্টচেক /‘দেশ লুটেরা–মাফিয়াদের কবলে’— অন্তর্বর্তী সরকার নয়, আ.লীগের উদ্দেশে বলেছিলেন মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে ‘দুর্বৃত্ত-লুটেরা-মাফিয়া’ বলে মন্তব্য করেছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভিন্ন ভিন্ন ক্যাপশনে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়ানো হয়েছে।

ভিডিওতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শোনা যায়, ‘বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা–মাফিয়াদের কবলে। বাংলাদেশে একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, অন্যদিকে তারা অর্থনীতি ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা।’

Mohammad Saiful Alam Sarker নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২ মার্চ দুপুর ২টা ৩৭ মিনিটে ‘বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করায় তাদের লক্ষ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব’—এই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়।

তবে ‘Yasmin Sultan’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৬ ফেব্রুয়ারি বিকেল ২টা ৫৪ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘বর্তমান অবৈধ ইউনূস সরকারকে মির্জা ফখরুল সাহেব কি বলে? এখন কি বলবেন মির্জা ফখরুল সাহেব আওয়ামী লীগের দোসর. . ?’ (বানান অপরিবর্তিত)

আজ বুধবার বেলা ২টা পর্যন্ত ভিডিওটি ৬৮ হাজার বার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ৩৮৪। পোস্টটিতে ৪০টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৪৫৪। এসব কমেন্টে ভিডিওটি পুরোনো বলে অনেকে কমেন্ট করেছেন। আবার অনেকে মির্জা ফখরুল এমন মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে করেছেন দাবিতে কমেন্ট করেছেন।

Mir Kashem Ali নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট লিখেছে, ‘যাক দেরি হলেও সত্যি বলেছেন। এখন কি করবেন. ??’ (বানান অপরিবর্তিত)

MD Rofikol Islam নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘যাক মাননীয় মির্জা ফখরুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন পরে হল বুঝতে পারছেন দেশটাকে শেষ করে দিচ্ছে ওরা গুরুদেব টার্গেট বিএনপি আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার স্বপক্ষে দল যারা আছে তাদের কেউরেস্থান দিতে চাচ্ছে না তাদেরকে সবাই মিলে প্রতিহত করেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি মুক্তিযোদ্ধা সভাকে সকল দল ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হলে এক সপ্তার মধ্যে ইউনুস সরকার জামাত এই দেশ ছাড়া হবে যারা থাকতে পারবে না আপনারা ঐক্যবদ্ধ হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ (বানান অপরিবর্তিত)

Ayaan Houssin, Msj DavidHamdu Chowdhury নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ভিন্ন ভিন্ন ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলা ‘বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে’—এই কথাগুলো গুগলে সার্চ করলে যমুনা টিভির একটি ভিডিও প্রতিবেদনে বক্তব্যটি পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ৩০ মে তারিখে পোস্ট করা।

এই প্রতিবেদনের ১ মিনিট ৫ সেকেন্ড থেকে ২৩ সেকেন্ড পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, ‘বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা–মাফিয়াদের কবলে। বাংলাদেশে একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, অন্যদিকে তাঁরা অর্থনীতি ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা।’ —এই মন্তব্য করতে শোনা যায়।

এই ভিডিও প্রতিবেদনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে মন্তব্য করেছেন দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে যমুনা টিভির ২০২৪ সালের প্রতিবেদনের সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে মন্তব্য করেছেন দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে যমুনা টিভির ২০২৪ সালের প্রতিবেদনের সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, ২০২৪ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, ‘বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা-মাফিয়াদের কবলে। বাংলাদেশে একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, অন্যদিকে তাঁরা অর্থনীতি ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা।’

একই সার্চে আজকের পত্রিকা, নিউজ টুয়েন্টিফোর, দেশটিভি, যুগান্তরসহ দেশের একাধিক সংবাদ মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মন্তব্য পাওয়া যায়।

এ ছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ‘বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে’—এমন বক্তব্য অনুসন্ধান করে সংবাদ মাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে ‘দুর্বৃত্ত-লুটেরা-মাফিয়া’ উল্লেখ করে মন্তব্য করেছেন দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে এই মন্তব্য করেছিলেন মির্জা ফখরুল। সেটিই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে মির্জা ফখরুলের মন্তব্য বলে প্রচার করা হচ্ছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত