সমুদ্রে পানশালাসমুদ্রে যাও বালির কাছে জলের কাছেবালির নিচে আছে সাত রাজার ধন গুপ্ত মানিকচাকচিক্যময় রুপালি জলের করাতেজলের ত্রাসে ছুটে পালায় জলহাঙরদ্বিধার লবণ, সমুদ্রের নৈতিকতা।রূপচাঁদা মাছ, মদ, সমুদ্র ঝিনুকের মুখেবালির রসায়ন, ঝাউ বীথি বিবসনাচাঁদ সঙ্গী, চাঁদ কলঙ্ক বলে কথা নেই কোনো,প্রতি সন্ধ্যায় সূর্যাস্তের জন্মের পর।সমুদ্রের বালি থেকে জল থেকে ফিরে এসে দাঁড়ায়হোটেল লবিতে বসো তুমি নৈতিক… বিস্তারিত