Homeলাইফস্টাইলদীর্ঘ ফ্লাইটের পরও উজ্জ্বল ত্বক, প্রিয়াঙ্কার মতো এলইডি মাস্ক নিতে পারেন আপনিও

দীর্ঘ ফ্লাইটের পরও উজ্জ্বল ত্বক, প্রিয়াঙ্কার মতো এলইডি মাস্ক নিতে পারেন আপনিও


আকাশপথে ২৪ ঘণ্টার দীর্ঘ যাত্রা—তবুও ক্লান্তির কোনো ছাপ নেই চেহারায়! কারণ প্রিয়াঙ্কা চোপড়া জানেন কীভাবে স্কিনকেয়ার গেমকে একেবারে অন পয়েন্টে রাখতে হয়!

একই সঙ্গে হলিউড ও বলিউডের হার্টথ্রব এই অভিনেত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতের হায়দরাবাদে যাচ্ছিলেন। কিন্তু ফ্লাইটের এই দীর্ঘ সময়টা কাটবে কী করে! এই স্কিনকেয়ার ইনথুজিয়াস্ট পুরো সময়টা কাজে লাগিয়েছেন রূপচর্চা করে।

পিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!

দীর্ঘ ফ্লাইটের পর ৪২ বছর বয়সী এই তারকার উজ্জ্বল ত্বক দেখে বোঝার উপায় নেই যে এত দীর্ঘ ভ্রমণের ধকল গেছে তাঁর ওপর দিয়ে। খুশিতে গদগদ প্রিয়াঙ্কা ছবির সঙ্গে ক্যাপশনও জুড়ে দিয়েছেন, ‘দীর্ঘ ২৪ ঘণ্টার ফ্লাইটের পরও ত্বকের জেল্লা দেখো!’

আপনিও যদি প্রিয়াঙ্কার মতো উজ্জ্বল আর সুন্দর ত্বক চান তাহলে নিয়ে নিতে পারেন এলইডি মাস্ক থেরাপি। শুধু প্রিয়াঙ্কা নয়, অনেক সেলিব্রেটিরই কিন্তু সুন্দর ত্বকের গোপন রহস্য বিশেষ এই থেরাপি।

চলুন দেখে নিই এলইডি লাইট থেরাপি আসলে আপনার ত্বকে কী কী ইতিবাচক প্রভাব ফেলে—

-নিয়মিত এই থেরাপি নিলে কমে যাবে ত্বকের বলিরেখা, বয়সের ছাপ।

-ত্বক হবে মসৃণ ও দাগহীন।

-ব্রণ বা মেছতার দাগ আস্তে আস্তে মিলিয়ে যাবে।

-দূর করবে রোদে পোড়া ভাবও।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত