Homeলাইফস্টাইলএশিয়ার জেন-জির ভ্রমণপ্রবণতা

এশিয়ার জেন-জির ভ্রমণপ্রবণতা


জেন-জির ভ্রমণের অভ্যাস কিছুটা ভিন্ন। সিঙ্গাপুরভিত্তিক ট্রাভেল এজেন্সি ‘আগোডা’ তাদের একটি জরিপ প্রকাশ করে জেন-জির পাঁচটি ভ্রমণ বৈশিষ্ট্য জানিয়েছে।

ভ্রমণ গাইড টিকটক

জেন-জির ভ্রমণ অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এই মিডিয়ার মধ্যে শীর্ষে আছে টিকটক। জরিপ অনুযায়ী ২০ শতাংশ ভ্রমণকারী ভ্রমণ আইডিয়া নেন টিকটক থেকে আর ১৪ শতাংশ আইডিয়া নেন ইনস্টাগ্রাম থেকে।

হুট করে পরিকল্পনা ও শেষ মুহূর্তে বুকিং

জরিপ অনুযায়ী, ২০ শতাংশ জেন-জি ভ্রমণকারী এক সপ্তাহের মধ্যে ফ্লাইট বুকিং করেন। এক-চতুর্থাংশ জেন-জি ভ্রমণকারী শেষ মুহূর্তে তাঁদের থাকার ব্যবস্থা বুক করেন।

অন্যের অভিজ্ঞতায় সিদ্ধান্ত

জেন-জি ঘুরতে যাওয়ার আগে অন্যের ভিডিও, ছবি কিংবা অভিজ্ঞতা শুনে, দেখে তারপর সিদ্ধান্ত নেন। ৩৮ শতাংশ ভ্রমণকারীই পছন্দ করেন একজন সঙ্গীর সঙ্গে বিশ্ব ঘুরতে।

খরচ সচেতনতা

জেন-জি সাশ্রয়ী ভ্রমণ বেশি পছন্দ করেন। ৫৬ শতাংশ ভ্রমণকারী তাঁদের থাকার খরচ মাথাপিছু প্রতি রাতে রাখতে চান ৫০ ডলারের নিচে। ৩২ শতাংশ তাঁদের খরচ ৫১ থেকে ১০০ ডলারের মধ্যে রাখতে চান।

বিশ্ব ভ্রমণের আগ্রহ

ভ্রমণ অনুপ্রেরণা, বুকিং পদ্ধতি এবং ভ্রমণসঙ্গীর পছন্দের মধ্যে বিভিন্নতা সত্ত্বেও একসঙ্গে বিশ্ব ভ্রমণের প্রতি জেন-জির আগ্রহ বাড়ছে। তাঁদের মধ্যে প্রায় অর্ধেকই বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করে রেখেছেন।

সূত্র: ট্রাভেল উইকলি এশিয়া





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত