ঈদের পোশাক কেনা হয়ে গেছে? এবার চিন্তা ঈদের সাজ নিয়ে। এর মধ্য়েই কি ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট স্ক্রল করা শুরু করে দিয়েছেন কীভাবে সাজবেন তারই রেফারেন্স খুঁজতে? এই সুযোগে জানিয়ে রাখি, ঈদে যদি আনারকলি কিনে থাকেন, তাহলে সাজতে পারেন বলিউড তারকা ক্যাটরিনার মতো।
ইনস্টাগ্রামে কোনো এক ঈদে পোস্ট করা ছবিতে ক্যাটরিনাকে দেখা যায় বেইজরঙা সিকুইন করা আনারকলিতে। এর সঙ্গে ম্যাচিং ওড়নার পুরোটায় হাতে বসানো ছিল মুক্তো ও পাথর। সাজের পূর্ণতার জন্য তিনি পরেছিলেন স্টেটমেন্ট জুয়েলারি। কানে ছিল বড় দুল আর হাতে এথনিক আংটি। তবে জবড়জং হয়ে যেতে পারে বলে গলায় কিছু পরেননি। ছবি: ইনস্টাগ্রাম
স্নিগ্ধ লুকের জন্য ক্যাটরিনা ঝামেলামুক্ত ন্য়ুড মেকআপেই ভরসা করেছিলেন। প্রাকৃতিক শেপের ব্রু ব্রাশ করে হালকা করে এঁকে নিয়েছেন। ন্য়ুড ব্রাউন আইশ্যাডোর পর চোখের পাতায় বুলিয়ে নিয়েছেন সামান্য় গ্লিটার। এরপর চোখের পাপড়িতে ঘন করে মাসকারা ব্রাশ করে সেট করে নিয়েছেন সারা দিনের জন্য। গালে ব্রোঞ্জ ব্লাশন বুলিয়ে নিয়েছিলেন হালকা করে। আর ঠোঁটে? ঠোঁটে ছিল হালকা গোলাপি লিপস্টিক, যাতে মিষ্টি হাসিতে পূর্ণতা পায় পুরো সাজটাই। ছবি: ইনস্টাগ্রাম
সূত্র: ভোগ ম্যাগাজিন