আফগান নারীদের যে স্টেরিওটাইপ চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হয়, সেটা যে মিথ্যা, তা নয়। বাস্তবতা আছে। ভীষণভাবেই আছে। তবে মলিন মুখের অবহেলিত, নির্যাতিত, স্বপ্নহীন আফগান নারীদের বাইরে হঠাৎ হঠাৎ কিছু স্বপ্নবাজ নারীর গল্প উঠে আসে সামনে। ২৯ বছর বয়সী লিদা হুজুরি সে রকমই একজন, যিনি আক্ষরিক অর্থেই আকাশ ছুঁতে চেয়েছিলেন। বিস্তারিত