Homeরাজনীতিস্বরাষ্ট্র উপদেষ্টার ওপর দায় চাপানো নতুন রাজনীতি: ইনকিলাব মঞ্চ

স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর দায় চাপানো নতুন রাজনীতি: ইনকিলাব মঞ্চ


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদি বলেছেন, দেশে আইনশৃঙ্খলার ভঙ্গুর দশা। একজন উপদেষ্টাও নাই যার সৎ সাহস আছে— সে বলবে যদি তোমরা কাজ না করো, তোমাদের সব দুর্নীতি ফাঁস করে দিয়ে আমি পদত্যাগ করবো। স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর দায় চাপিয়ে দেওয়ার একটা নতুন রাজনীতি শুরু হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘জনতার নিরাপত্তাহীনতা তৈরি করে জুলাইয়ের বাংলাদেশকে অকার্যকর করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

সম্মেলনে ওসমান বিন হাদি বলেন, সরকারের একটি অংশ প্রতিদিন টপ-সন্ত্রাসীদের ছেড়ে দিচ্ছে। আমরা দেখেছি, বিএনপি জামায়াতের নেতারা তাদের মায়ের জানাজার সময়ও হাত পায়ে বেড়ি বেঁধে নিয়ে আসতো, সেখানে আওয়ামী লীগের নেতারা যখন আদালতে হাজিরা দিতে আসেন, তাদের দেখে মনে হয় তারা পিকনিক করতে আসছেন। তারা হেসে-খেলা পিকনিক মুডে এসে হাজিরা দেন। আর যারা অভ্যুত্থান করেছে এখন তারা প্রত্যেকেই হত্যার হুমকির মধ্যে আছে। এটার দায় একক স্বরাষ্ট্র উপদেষ্টার নয়, এই সরকারের সবার।

ওসমান বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেকে কচুক্ষেত অথবা জলপাই পলিটিক্স বলছে, কিন্তু কেউ সেনাবাহিনীর বিরুদ্ধে নাম ধরে দোষারোপ করছে না। আমরা গুমের দিনগুলো পার হয়ে এসেছি এখন আমরা শুধু শহীদ হওয়ার অপেক্ষায় আছি। শহীদ হওয়ার আগে একটি ইনসাফের রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে চাই।

এসময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বলেন, হাতে ধরি আর পায়ে ধরি বা যাই ধরি, কী করলে তিনি দায় নিয়ে পদত্যাগ করবেন এবং একটি নতুন সংস্কৃতি তৈরি করবেন— তা জানান। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে সামনে রেখে আরও কয়েকজন উপদেষ্টা এই খেলা খেলছেন বলে আমরা জানতে পেরেছি। যাতে সমস্ত দায়গুলো স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর দিয়ে যায়।

আসিফ নজরুল কত টাকার বিনিময়ে টেরোরিস্টদের জামিন দিচ্ছেন, প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপি জামায়াতের আমলে চিহ্নিত এক ডজনের বেশি টেরোরিস্ট এবং ইন্টারপোল থেকে রেড অ্যালার্ট জারিকৃত টেরোরিস্টরা জামিনে মুক্তি পেয়েছে। অনেকে আবার বিদেশ থেকে বাংলাদেশে ফিরে চাঁদাবাজি শুরু করেছে। এরা কী করে ছাড়া পেয়েছে? এদের স্বরাষ্ট্র উপদেষ্টা জামিন দেয়নি। আসিফ নজরুলের আইন মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া তারা কীভাবে জামিন পায়? তিনি কত শত কোটি টাকার বিনিময়ে অথবা নির্বাচনে কোন পদ পাওয়ার আশায় সন্ত্রাসীদেরকে ছেড়ে দিলেন, তা আমরা জানতে চাই।

এসময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগের দাবি জানান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত