Homeরাজনীতিসাবেক শিবির নেতা জুনায়েদ ও রাফের চীন সফরের বিষয়ে জানে না নাগরিক...

সাবেক শিবির নেতা জুনায়েদ ও রাফের চীন সফরের বিষয়ে জানে না নাগরিক কমিটি


জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত ব্যক্তিগত উদ্যোগে চীন সফরে গেছেন। এর সঙ্গে জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার রাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে জাতীয় নাগরিক কমিটির কয়েকজন সদস্য একটি ডেলিগেশনের সঙ্গে চীন সফরে যাচ্ছেন।

তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি স্পষ্টভাবে জানাতে চায়, কমিটি এ বিষয়ে অবগত নয় এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। একই সঙ্গে, জাতীয় নাগরিক কমিটির পক্ষে কেউ এই ডেলিগেশনে অংশগ্রহণ করছেন না বা কমিটির প্রতিনিধিত্ব করছেন না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় নাগরিক কমিটি আরও স্পষ্ট করতে চায়, সংগঠনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই যদি কেউ জাতীয় নাগরিক কমিটির নাম ব্যবহার করে ডেলিগেশনে যোগ দেয় বা কোনোভাবে কমিটির প্রতিনিধিত্ব করার দাবি করে, তবে তা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ এবং এর সঙ্গে জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পর্ক নেই।

এ ধরনের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সামান্তা বলেন, সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি কোনো সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে, তাহলে যাচাই করে নিশ্চিত হওয়ার পরই যেকোনো পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকল মহলকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।

এদিকে সোমবার রাতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত তাঁর ফেসবুক অ্যাকাউন্টে চীন সফর প্রসঙ্গে লেখেন, ‘চীনা কমিউনিস্ট পার্টি ১০ দিনের একটি ‘কম্বাইন্ড ডেলিগেশনের’ আয়োজন করেছে। যেখানে তারা বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের আমন্ত্রণ করেছে। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শিক্ষক, সাংবাদিক, গবেষক, শিক্ষার্থী, ছাত্রনেতা, কূটনৈতিক বিশেষজ্ঞসহ নানা শ্রেণির মানুষ আছেন। ডেলিগেশন টিমের অংশ হিসেবে চায়নার উদ্দেশে রওনা দিচ্ছি ইনশা আল্লাহ। সবার কাছে দোয়া চাচ্ছি, ভালোভাবে সফর শেষ করে যাতে ফিরে আসতে পারি।’

তিনি আরও লেখেন, ‘আমি জানাকের (জাতীয় নাগরিক কমিটি) প্রতিনিধি হিসেবে ডেলিগেশনে যাচ্ছি না। বিভিন্ন মিডিয়াতে বিষয়টি ভুলভাবে এসেছে। মিডিয়ার রিপোর্টগুলোতে আমার নাম ও জানাকের পদবিও ভুল আসছে।’

রাফের স্ট্যাটাসটি শেয়ার করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি লেখেন, ‘আমারও একই বক্তব্য। আমিও ডেলিগেশন টিমের সঙ্গে আছি। আমার জন্য দোয়া করবেন।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত