বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন লেবাসে, বিভিন্ন নামে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চায়। সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে চায়। জনগণের ঐক্যের মাধ্যমে এসব অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
মঙ্গলবার (৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘৭ই নভেম্বরের বিপ্লব ও ৫ই আগস্টের গণঅভ্যুত্থান: জনআকাঙ্ক্ষা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ভয়েস অব টাইমস।
আলোচনা সভায় ডা. জাহিদ হোসেন বলেন, ‘আজ বিভিন্ন সংগঠন দাবি আদায়ে রাস্তায় আন্দোলন করছে। সচিবালয়ে আনসার ঢুকে যাচ্ছে। ছাত্রদের নাম দিয়ে রাস্তা বেরিকেড দিচ্ছে এবং প্রধান উপদেষ্টার বাসভবনসহ বিভিন্ন স্থানে আন্দোলন করছে। বলছে, অধিকার হরণ হয়েছে, বৈষম্যের শিকার হয়েছেন। এতদিন আপনারা কোথায় ছিলেন? এতদিন তো আপনাদের কোথাও দেখা যায়নি।’
তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কোন দলের একক প্রচেষ্টায় হয়নি। সারা বাংলাদেশের মানুষ এই বিপ্লব করেছে। আজ আমাদের যে গণঐক্য, যেটা ১৯৭৫ এর ৭ই নভেম্বর হয়েছিল। এই গণঐক্য যদি থাকে এবং ৫ই আগস্ট যেটা হয়েছে, তা যদি আমরা ধরে রাখতে পারি, বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক টিকবে না।’
মোহাম্মদ ফারুকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বক্তৃতা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন আবু জাফর মোহাম্মদ সালেহ্ প্রমুখ।