জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বর্তমান সরকার কোনও রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না। জাতীয় পার্টির ব্যাপারে কী সিদ্ধান্ত হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলো সঙ্গে আলোচনা করে, মতামত নিয়ে ও ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইংয়ের এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
আজাদ মজুমদার বলেন, জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়টি পুলিশ তদন্ত করছে। আমরা যেকোনও সহিংসতার প্রতিবাদ করি। আমরা চাই না দেশে কোনও ধরনের সহিংসতা হোক।
মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতা বড় ভূমিকা রেখেছিলেন উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ ৯ মাসে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল, তাতে ওনাদের ভূমিকা অনেক। আমরা তাদের চিরকৃতজ্ঞভাবে স্মরণ করি। মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতাকে ছোট করে শুধু একজনকে বড় করেছে আওয়ামী লীগ। তারা শুধু একজনের একটি কাল তৈরি করতে চেয়েছিল। তারা দেখাতে চেয়েছিল বাংলাদেশ সমস্ত কিছু শুধু একজনের জন্য হয়েছিল। তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলামসহ চার নেতার অবদান অনেক। আমরা তাদের অবদান স্বীকার করি।
শিল্পকলা একাডেমির নাটক বন্ধের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের জানা মতে শনিবার এ ধরনের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ করি আমরা। আশা করি শিল্পকলা একাডেমির প্রধান তদন্ত করে জানাবেন কী ঘটনা হয়েছে।
সাত কলেজের সমস্যা সমাধানে শিক্ষা উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা কাজ করছেন বলে জানিয়ে প্রেস সচিব বলেন, আশা করি আশু সমাধান হবে।