Homeরাজনীতিসরকারকে সিন্ডিকেট দূর করতে হবে: শামসুজ্জামান দুদু

সরকারকে সিন্ডিকেট দূর করতে হবে: শামসুজ্জামান দুদু


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ সরকারকে বিএনপি সমর্থন করে। তারেক রহমান সরকারকে সমর্থন দিয়েছে। এ সরকারের ব্যর্থ হওয়ার কোনও সুযোগ নেই। দেশবাসী আপনাদের পাশে আছে। কয়েকটা সিন্ডিকেট মানুষের টাকা অন্যায়ভাবে লুটে নেবে এটা হতে পারে না। সরকারকে এগুলো দূর করতে হবে এবং আরও শক্তিশালী হতে হবে। 

বুধবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ কর্মজীবী দল গাজীপুর মহানগরের উদ্যোগে ‘আওয়ামী ফ্যাসিবাদের গণহত্যা, লুটপাটের বিচার ও দ্রব্যমূলের প্রতিবাদে’ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, অনতিবিলম্বে একটি নির্বাচন দিতে হবে। তার মানে এই নয় যে, আগামী কালকে নির্বাচন দিতে হবে। আমরা রোডম্যাপের দাবি করেছি। কখন নির্বাচন দেবেন  সময়টা তো আমাদের জানতে হবে।  সে সময়টা আমাদের বলেন দেশের জনগণ ভোট দেওয়ার আশায় বসে আছে। জনগণ ভোটের অধিকার থেকে  ২০ বছর ধরে বঞ্চিত। জনগণ ঠিক করবে কে তাদের প্রতিনিধি হবে। সেই প্রতিনিধির মাধ্যমে আমরা আবার দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণকে ভোট দেওয়ার সুযোগ যদি দেওয়া হয়, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আওয়ামী লীগ, ভারতসহ কিছু চোর ডাকাত বিএনপিকে দেখতে পারে না। এজন্য তারা ইলেকশনকে ঠেকিয়ে রাখতে চায়। যাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারে।    

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি, তারেক জিয়া, শহীদ জিয়া, বেগম জিয়াকে যারা ভালোবাসে, তাদেরই দিন আসছে আগামী দিনে। সেজন্য ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এই ঐক্যই আমাদের সাফল্যের দিকে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, দেশ থেকে পাচারকৃত টাকাগুলো ফেরত আনতে হবে। সরকার উদ্যোগ নিয়েছে আমরা এটিকে সমর্থন জানিয়েছি। কিন্তু উদ্যোগ আর সমর্থন এটি বড় কথা নয়। এই টাকা জনগণের মেহনতের টাকা। সুনির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত আনতে হবে।

গাজীপুর মহানগর শাখার বাংলাদেশ কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মাস্টারের সঞ্চালনায় এবং সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন— বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচা আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম খান প্রমুখ।

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত