Homeরাজনীতিসংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল বিষয়ে আ.লীগের বিবৃতি

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল বিষয়ে আ.লীগের বিবৃতি


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পদ্ধতি বাতিল করে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল সেটিকে আংশিক বাতিল করেছে হাইকোর্ট। পাশাপাশি বাতিল করা হয়েছে সংবিধানবহির্ভূতভাবে ক্ষমতা দখলবিষয়ক ৭-এর ক ও খ অনুচ্ছেদ। বাতিলের এ প্রক্রিয়াকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ উল্লেখ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বুধবার (১৮ ডিসেম্বর) দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগ জানায়, পঞ্চম সংশোধনী বাতিলের ফলে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও এর ধারাবাহিকতা, সাংবিধানিক শাসন ও সংবিধানের প্রাধান্য এবং বিচার বিভাগের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে অবরুদ্ধ করার অশুভ উদ্দেশ্যে সম্পূর্ণ অবৈধভাবে বলপূর্বক এই পঞ্চদশ সংশোধনী বাতিল করানো হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে একই বিষয়ে রিভিউ মামলা চলমান থাকায় সেটি নিষ্পত্তির পূর্বে হাইকোর্টে এই মামলা চলতে পারে না‌। এটি অসাংবিধানিক।

বিবৃতিতে দাবি করা হয়, অতীতের অসাংবিধানিক ও অবৈধ ক্ষমতা দখলকারীদের নতুনভাবে বৈধতা দিয়ে গণতন্ত্রবিরোধী শক্তি বাংলাদেশে অসাংবিধানিক ও অবৈধ ক্ষমতা দখলকারীদের শাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত