যৌথবাহিনী হাতে যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। শনিবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির নেতাকর্মীদের মৌলিক মানবাধিকারের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। সরকারকে অতি দ্রুত জনগণ এবং গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিহত তৌহিদুল ইসলামের হত্যাকাণ্ডের যথাযথ বিচার এবং তার চার কন্যা সন্তানের আর্থিক ও নিরাপত্তাসহ সব সুরক্ষার দায়িত্বও রাষ্ট্রকে বহন করতে হবে।
এ সময় অভিযুক্তদের অবিলম্বে চাকরি থেকে অব্যাহতি এবং গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম নিজ বাড়ি বাবার কুলখানির আয়োজনে ব্যস্ত থাকা অবস্থায় গভীর রাতে যৌথবাহিনীর হাতে আটক হন। পরের দিন ৩১ জানুয়ারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। চিকিৎসক ও তার পরিবারের সদস্যরাও জানিয়েছেন নিহত তৌহিদুল ইসলামের শরীরে নির্যাতনের অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে।