ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় তাদের মাঝে হোটেল সোনারগাঁও এই সাক্ষাৎ হয়।
রবিবার রাতে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শিক্ষা ও গবেষণা উপদেষ্টা মাহদী আমিন, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।