শুধু শেখ হাসিনা পালানোর মধ্যেই নয় বাংলাদেশ থেকে পুরো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপসাধনেই তরুণ প্রজন্ম জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের আয়োজিত নতুন বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের ভেতরে ও বাইরে যারা এখনও দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের রুখে দিতে চলতি মাসের মধ্যেই একটি দল গঠন করা হবে। আর শুধু শেখ হাসিনার পালানোতেই সীমাবদ্ধ নয়, পুরো ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধেই তরুণ প্রজন্মের অবস্থান।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আরও বলেন, আগের মতো কোনও টাকা ও পাওয়ারের ভোটার ব্যবস্থা থাকবে না। সুষ্ঠু ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন হয়ে তারা নতুন সংবিধান তৈরি করবে। এতে যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার নতুন দল অবস্থান নেবে। বুলেট বিপ্লবকে যেভাবে অতিক্রম করা হয়েছে, তেমনি ব্যালট বিপ্লবেও ভূমিকা রাখতে চায় জাতীয় নাগরিক কমিটি।