তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ০৬
ছবি: ভিডিও থেকে নেওয়া
আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেন, ‘অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে—একটি শক্তিশালী রাজনৈতিক দল। ৫ আগস্ট নতুন বাংলাদেশে আমরা যে স্বপ্ন দেখেছি, জুলাই স্পিরিটকে ধারণ করে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া আমাদের প্রধান লক্ষ্য। এটা একটা দীর্ঘ লড়াই। এই লড়াই করে আগামী প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।’
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায়, জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভেনিউতে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমরা জাতীয় সংসদ ভবনকে সামনে রেখে আমরা আত্মপ্রকাশ করতে চাই। কারণ, এই সংসদকে জাতির আশা-আকাঙ্খার প্রতিফলনের জায়গার পরিবর্তে স্বৈরাচারের আখড়া বানিয়ে রাখা হয়েছিল।