Homeরাজনীতিটিএসসিতে শিক্ষার্থীদের নামাজের জন্য কার্পেট দিলো সাদা দল

টিএসসিতে শিক্ষার্থীদের নামাজের জন্য কার্পেট দিলো সাদা দল


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শিক্ষার্থীদের নামাজের জন্য কার্পেট উপহার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যাললয় বিএনপি-জামাত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। একইসঙ্গে নারী শিক্ষার্থীদের জন্য নামাজের নির্দিষ্ট স্থানও উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাবি উপাচার্যের অধ্যাপক ড.নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে এ নামাজের জায়গা উদ্বোধন করেন। 

তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য এক মহৎ এবং অনন্য একটি মুহূর্ত। আমরা আজ এই নতুন নামাজের জায়গার উদ্বোধন করতে যাচ্ছি, যা আমাদের সবার জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আত্মিক উন্নতির ক্ষেত্র হয়ে উঠবে।’

ঢাবি সাদা দলের আহ্বায়ক মোর্শেদ হাসান খান বলেন, ‘ইসলামে সর্বোত্তম ইবাদাত হলো নামাজ। আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ঢাকা বিশ্ববিদ্যানন লয়ে উপকরণের অভাবে শিক্ষার্থীরা ইবাদাত করতে পারবে না এটা হতে পারে না। শিক্ষার্থীদের নামাজ পড়তে অসুবিধা হচ্ছে এটি জানতে পেরে আমরা তাৎক্ষণিক ব্যমবস্থা নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যােলয়ের যেকোনও শিক্ষক-শিক্ষার্থীদের পাশে আমরা আছি।’

এ বিষয়ে ঢাবি শিক্ষার্থী ইসমে আজম বলেন, ‘শিক্ষার্থীরা টিএসসিতে নামাজ পড়তে গেলে নানা সমস্যাত হতো। নামাজের কার্পেটে দাঁড়ালে পায়ে আঘাত লাগতো। সাদা দল এটি জানার পর তাদের নিজেদের অর্থায়নে নামাজের জন্যর কার্পেটের ব্য্বস্থা করেছে। সাদা দলের কাছে আমরা কৃতজ্ঞ।’

ঢাবির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি বলেন, ‘২০২২ এ যখন সদ্য বিশ্ববিদ্যাপলয়ে আসি, রমজান মাসে টিএসসিতে নামাজের জায়গার ব্যবস্থা করি প্রশাসনের বাধা উপেক্ষা করে। ২৪ ঘণ্টাও রাখতে পারিনি, ছাত্রলীগ সেটা ভেঙে দেয়। এরপর দীর্ঘ লড়াইয়ের পর নতুন বাংলাদেশে আমরা আবার টিএসসিতে মেয়েদের নামাজের ব্যবস্থার জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আনুষ্ঠানিকভাবে ভিসি স্যার, প্রক্টর স্যার, সাদা দল ও গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের সিইও এসে নামাজের কক্ষ উদ্বোধন করেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।’

অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন– বিশ্ববিদ্যাদলয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, কলা অনুষদের ডিন ছিদ্দিকুর রহমান খান, সাদা দলের যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) অধ্যাপক ড. আব্দুস সালাম ও যুগ্ম আহ্বায়ক (উত্তর) অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত