Homeরাজনীতিজাতীয় পার্টি গণহত্যার আসামি: ববি হাজ্জাজ

জাতীয় পার্টি গণহত্যার আসামি: ববি হাজ্জাজ


শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে জাতীয় পার্টির সংসদ সদস্যরা সরাসরি ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের হুকুম দিয়েছিল অভিযোগ করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, জাতীয় পার্টি গণহত্যার আসামি।’

জাতীয় পার্টির সমাবেশ ঘোষণার প্রতিবাদে শনিবার (২ নভেম্বর) রাজধানীর মালিবাগ মোড়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম আয়োজিত ‘অবস্থান কর্মসূচিতে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ববি হ্জ্জাজ বলেন,‘গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের চামচামি করে লুটপাট করে যা টাকা কামাই করেছে, সেটাই জাতীয় পার্টির শক্তি। এদের নেতা-কর্মীরা এত সংগঠিত বা শক্তিশালী না যে, ছাত্র-জনতার ওপর হামলা করবে। যুবলীগ-ছাত্রলীগের পলাতক কর্মীরাই জাতীয় পার্টির ছত্রছায়ায় এসব কাজ করেছে।’

ববি হাজ্জাজ ২০১৩-১৫ সালে জাপার সাবেক প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এছাড়া জাপার রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইংয়ের প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, জাতীয় পার্টি গণহত্যার আসামি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমি নিজে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের ফোন করে আমাদের সঙ্গে হাসিনাবিরোধী আন্দোলনে শরিক হতে বলেছিলাম। কিন্তু তারা উল্টো আমাদের সবক দিয়েছিল হাসিনার গোলামি করার জন্য। এদের নেতারা পুলিশ, র‍্যাব, বিজিবিকে উৎসাহিত করেছিল গুলি করে আন্দোলন দমন করার জন্য।

তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে। কিন্তু জাতীয় পার্টি বা আওয়ামী লীগ দেশদ্রোহী। এদের কোনও রাজনৈতিক অধিকার থাকতে পারে না।

সভাপতির বক্তব্যে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেন, ‘জাতীয় পার্টি এখন জাতীয় যাত্রা পার্টি। কারও বিনোদনমূলক অনুষ্ঠানে প্রয়োজন হলে এদের ভাড়া করতে পারেন। বাংলাদেশের এক ইঞ্চি জমিনেও জাতীয় পার্টি বা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের কোনও স্থান হবে না।

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন এনডিএম এর কেন্দ্রীয় নেতা মো. মিঠু আলী, অ্যাডভোকেট নূর উল্লাহ, মাহবুব আলম, তানভীর শহীদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত