অবশেষে ঘোষণা করা হলো নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিক দলটির আত্মপ্রকাশ ঘটেছে। এরই মধ্যে দলটির আহ্বায়ক, সদস্যসচিবসহ ১৫১ জন নেতার নাম ঘোষণা করা হয়েছে।
তরুণদের নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। সদস্যসচিব পদে রয়েছেন আখতার হোসেন। নতুন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব; সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তানসিম জারা, নাহিদা সরওয়ার নিভা; মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ; মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম; মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী; সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ।
মো. নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে, ঢাকার অদূরে ফকিরখালীতে। ২০১৪ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি ও ২০১৬ সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তিনি দলনিরপেক্ষ ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্যসচিব ছিলেন। ২০১৯ সালে ডাকসু নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছেন। চব্বিশের জুলাই আন্দোলনে সমন্বয়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন নাহিদ। আন্দোলন চলাকালে পুলিশি নির্যাতনের শিকার হয়ে দেশবাসীর কাছে তাঁর নাম পরিচিতি পায় ব্যাপকভাবে। আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পান নাহিদ। সেই পদ থেকে সরে এসে রাজনীতিতে যুক্ত হলেন।
সদস্যসচিব আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক। ২০১৯ সালে ডাকসু নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে এই পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৮ সালের কোটা আন্দোলনে তিনি ভূমিকা রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন আখতার। গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আখতার হোসেনের বাড়ি রংপুরের মিঠাপুকুরে।
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের মোর্চা ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ’-এর সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। ২০১৮ সালের কোটা আন্দোলনে জাবি শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে তাঁর সাংগঠনিক পথচলা শুরু। ২০১৯ সালে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। পরে রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের ঘোষণাপত্র প্রণয়ন কমিটির সদস্য ও প্রতিষ্ঠাকালীন সংগঠক ছিলেন। ২০২৩ সালে ১৬ ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক ছিলেন। এ ছাড়া ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ‘সহায়’ নামের একটি স্বাস্থ্য-প্রযুক্তি স্টার্টআপের সহপ্রতিষ্ঠাতা। তিনি মূলত স্বাস্থ্যসম্পর্কিত একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। দুই বছরের কম সময়ে তাঁর স্বাস্থ্যসম্পর্কিত ভিডিওগুলো প্রায় অর্ধশত কোটি ভিউ পেয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে তাঁর। তাঁকে যুক্তরাজ্য সরকার ‘ভ্যাকসিন লুমিনারি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অক্সফোর্ডে প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবায় প্রশিক্ষণপ্রাপ্ত তাসনিম বর্তমানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে অভ্যন্তরীণ চিকিৎসা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে পাঠদান করছেন। সামাজিক যোগাযাগমাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে নতুনভাবে আলোচনায় আসেন তিনি।
জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সরওয়ার (নিভা) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। চব্বিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাঠপর্যায়ে আন্দোলনের পাশাপাশি সমন্বয়কদের নিরাপত্তা, সহায়তা দিয়েও ভূমিকা রাখেন তিনি।
মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনে সদস্য ছিলেন। এবি পার্টির ছাত্রসংগঠনেও (ছাত্র পক্ষ) উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন নাসীরুদ্দীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী তিনি। ২০২০ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসজুড়ে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করেন নাসীরুদ্দীন। চব্বিশের ৩ আগস্ট নাহিদ ইসলামের স্বৈরাচারী পতনের ১ দফা ঘোষণার সময় তাঁর পাশে ছিলেন তিনি। পরে জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান তিনি।
যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ফর স্পিকারস অব আদার ল্যাংগুয়েজেসের (ইসল) ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করেন। নোয়াখালীর হাতিয়ায় বেড়ে ওঠেন মাসউদ।
মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে কর্মকর্তা-কর্মচারীদের কাজের মন্থরগতির বিরুদ্ধে আন্দোলন ও অনশন করে ২০২৩ সালে আলোচনায় আসেন হাসনাত। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে সমন্বয়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেন। তাঁর বাড়ি কুমিল্লার দেবিদ্বারে।
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী। ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে অমর একুশে হলে সদস্য পদে নির্বাচিত হন। পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে সামনের সারিতে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন। তাঁর বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী।
নতুন দলে আরও যাঁদের নাম রয়েছে
যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সরোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহীন, তাসনুভা জেবিন, সুলতান মো. জাকারিয়া, আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, অর্পিতা শ্যামা দেব, তানজিল মাহমুদ, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ নাসিম, এহতেশাম হক এবং হাসান আলী। যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, রশিদুল ইসলাম রিফাত, মাহিন সরকার, নিজাম উদ্দিন, আকরাম হোসেন সিএফ, এস এম সাইফ মোস্তাফিজ, সালেহ উদ্দিন সিফাত। দপ্তরে সংযুক্ত আলাউদ্দিন মোহাম্মদ, ফরিদ উদ্দিন, ফরহাদ আলম ভূঁইয়া, মিরাজ মিয়া, লুৎফর রহমান, মঈনুল ইসলাম তুহিন, মুশফিক-উস সালেহীন, জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, হুমায়ুরা নূর, মুশফিকুর রহমান জোহান, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুফতা বুশরা মিশমা, আহনাফ সাঈদ খান, আবু সাঈদ মো. সুজাউদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, মুনতাসির রহমান, গাজী সালাহউদ্দিন তানভীর, তামিম আহমেদ এবং তাহসিন রিয়াজ। দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতু, মোল্লা রহমতউল্লাহ, এস এম শাহরিয়ার, জোবায়ের আরিফ। উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আলী নাসের খান, সাকিব মাহাদী, মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ, হানিফ খান সজীব।
যুগ্ম মুখ্য সমন্বয়কারী তারিকুল ইসলাম, যুব উইং ডা. আবদুল আহাদ, দিলশানা পারুল, আবু হানিফ, আবদুস জাহির, মাজহারুল ইসলাম ফকির, গোলাম মুর্তুজা সেলিম, আশেকীন আলম, ডা. জাহিদুল বারী, কৈলাশ চন্দ্র দাস, ডিম্পালী ডেভিড রাজু, শাহ মঈনুদ্দিন, সাদ্দাম হোসেন। জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণার কথা জানিয়ে আখতার হোসেন বলেন, বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ করা হবে।