Homeরাজনীতিজবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ 

জবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ 


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার পর পদবঞ্চিত নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এসময় নেতাকর্মীরা ‘বৈষম্যের কমিটি, মানি না মানবো না’, ‘আমরা সবাই তারেক সেনা, ভয় করি না বুলেট বোমা’সহ নানান স্লোগান দিতে থাকেন। 

এ বিষয়ে জবি ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুস শুকুর আইমান বলেন, দীর্ঘদিন পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থেকেছেন, তাদের বাদ দিয়ে নিজস্ব মাই ম্যান সেটাপ করতে সিন্ডিকেট করে পকেট কমিটি গঠন করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে অ্যাক্টিভ দুটি ব্যাচ- ৯ম এবং ১১তম ব্যাচের কাউকে কমিটিতে রাখা হয়নি এবং ছাত্রলীগ থেকে ৫ আগস্টের পর ছাত্রদলে যোগ দেওয়া ছেলেদেরও কমিটিতে রাখা হয়েছে। সুতরাং এই কমিটি আমরা ৪৫ দিন নয়, একদিনও মানি না।

সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রায়হান হোসেন অপু বলেন, যারা সদ্য সাবেক হয়েছেন, তাদের সামনে এনে রাজনীতির যে ইতিবাচক ধারা, সেটা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা চেয়েছিলাম ক্যাম্পাসে জুনিয়র কমিটি হোক। অথচ জুনিয়র না দিয়ে মুরব্বিদের নিয়ে কমিটি হয়েছে। এছাড়াও ছাত্রলীগের তরিকুল-রাসেল কমিটির সদস্য মাহিয়ান বিন অনিককে এই আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া যারা ৫ আগস্টের পর ছাত্র রাজনীতিতে এসেছে তাদেরও কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আমরা চাই নিয়মিত ছাত্রদের হাতে ছাত্র রাজনীতি ফিরে আসুক।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আমরা এই আহ্বায়ক কমিটি দিয়েছি সম্মেলন করার মাধ্যমে নিয়মিত ছাত্রদের পাইপলাইনে নিয়ে আসার জন্য। আহ্বায়ক কমিটি ৪৫ দিনের মধ্যে একটি সম্মেলন দেবে। নেতাকর্মীরা সংক্ষুব্ধ হয়েছে ভালো কথা, তবে তাদের কার্যক্রম যাতে সংগঠনের গঠনতন্ত্রের বাইরে না যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে অনেক যোগ্য রয়েছে কিন্তু আমরা তো শীর্ষ দুই পদে দুজনকেই স্থান দিতে পারবো।

এর আগে দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সমাজবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও বাংলা বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী শামসুল আরেফিনকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত