Homeরাজনীতিগাজীপুরের ঘটনায় ‘দালাল মিডিয়ার’ শাস্তি চান সারজিস আলম

গাজীপুরের ঘটনায় ‘দালাল মিডিয়ার’ শাস্তি চান সারজিস আলম


গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গভীর রাতে কয়েকজন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। কিছু গণমাধ্যম এই ঘটনাকে ‘ছাত্র জনতার ওপর স্থানীয়দের হামলা’ হিসেবে প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

এ বিষয়ে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক আইডিতে একটি বেসরকারি টেলিভিশনের সম্প্রচারের ক্যাপশন সংযুক্ত করে পোস্ট দেন তিনি।

সারজিস আলম দাবি করেন, হামলা স্থানীয়রা নয়, বরং আওয়ামী সন্ত্রাসীরা করেছে। তিনি অভিযোগ করেন, কিছু মিডিয়া কৌশলে আওয়ামী লীগের হয়ে দালালি করছে এবং সত্য গোপন করছে। সারজিস সতর্ক করে বলেন, ‘এই মিডিয়াগুলোকে শায়েস্তা না করলে দশবছর পরে তারা আমাদের নাশকতাকারী হিসেবে চিহ্নিত করবে।

সারজিস আলম তাঁর ফেসবুকে বলেন, ‘সময়টিভির ন্যারেটিভটা দেখেন! গাজীপুরের ছাত্রদের উপর স্থানীয়দের হামলা! ভাসুরের নাম মুখে নিতে এখনো এদের লজ্জা করে। মোজাম্মেল সাবেক মন্ত্রী নয়, খুনি হাসিনা ও স্বৈরাচারের দোসর এবং ভূয়া মুক্তিযোদ্ধা।’

তিনি আরও লেখেন, ‘হামলাটা স্থানীয়রা করেনি, আওয়ামী সন্ত্রাসীরা করেছে। এই মিডিয়াগুলোকে শায়েস্তা না করলে দশবছর পরে তারা আমাদের নাশকতাকারী হিসেবে চিহ্নিত করবে। এরা এখনো দালালি করে, শব্দ দিয়ে দালালি করে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত