Homeরাজনীতিএমসি কলেজের শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

এমসি কলেজের শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ


সিলেটের এমসি কলেজে শিক্ষার্থীর মিজানুর রহমান রিয়াদের (৩০) ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছেন ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ভিসি চত্বর হয়ে আবার টিএসসি এসে শেষ হয় মিছিল। এ সময় ‘রগকাটার রাজনীতি বাংলাদেশে চলবে না’, ‘শিবিরের সন্ত্রাস রুখে দাও ছাত্রসমাজ’, ‘সিলেটে রগ কাটে প্রশাসন কী করে’সহ একাধিক স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার সময়ে ছাত্রলীগ গেস্টরুম-গণরুম করে মিছিল করতে বাধ্য করতো। আর কেউ সেই সুযোগ পাবে না। আমরা দেখলাম, সিলেটে এমসি কলেজের এক শিক্ষার্থী ‘‘গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক গুপ্ত না থেকে অপেন স্পেসে এসে রাজনীতি করুন’’ এমন স্ট্যাটাস দেওয়ার কারণে ৭১ এর পরাজিত শক্তি শিবির তাকে বেধড়ক মারধর করেছে। সাধারণ শিক্ষার্থী বা যেকোনও মানুষ যৌক্তিক সমালোচনা আমরা আমাদের মতামতের সঙ্গে সমম্বয় করে নিজেদের কর্মপদ্ধতি ঠিক করি। কিন্তু তারা এখনও রগ কাটার চেষ্টা করেছে।’

তিনি বলেন, ‘তারা মতামতকে গ্রহণ না করে রগ কাটার মতো অপরাধ করার চেষ্টা করেছে। যখনই এই গুপ্ত সংগঠন অবাধে চলাচলের সুযোগ পায়, তখন সে তার মতো করে বিভ্রান্তি তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের ট্রমার মধ্যে রেখে দেয়।’

শিবিরকে উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের উচিৎ ছিল, ২৪ সালের ৫ আগস্টের পর জাতির কাছে ক্ষমা চেয়ে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ তৈরি করা। কিন্তু আপনারা আধিপত্য বিস্তারের জন্য একের পর এক মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে নামে-বেনামে দোকান খুলে বসাইলেন। আপনারা যদি পরাজিত শক্তির মতোই আচরণ করেন, তাহলে সাধারণ শিক্ষার্থীরা আপনাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।’

ছাত্রদল সভাপতি বলেন, ‘ছাত্রদলের পেছনে লাগবেন না। যৌক্তিক সমালোচনা করুন। অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য কোনও ষড়যন্ত্র করলে গণতান্ত্রিকভাবে মোকাবিলার ক্ষমতা আমাদের আছে। যদি কেউ রাজনীতিবিদ হতে চান, তাহলে ছাত্রদল সর্বোচ্চ সহায়তা করবে। কিন্তু যদি দেখি গণতন্ত্র প্রতিষ্ঠার নামে মব তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করছেন, তাহলে আমরা আপনাদের প্রতিহত করবো।’

সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে শত শত ছাত্রদলের নেতা জীবন দিয়েছে, গুম হয়েছে। আজ একটি গুপ্ত সংগঠন সেই চেতনাকে ভূলুণ্ঠিত করার চেষ্টা করছে।’

ছাত্রদল নেতারা বলেন, এছাড়া মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের আড়ালে ইসলামি ছাত্রশিবিরের নেতাকর্মীরা ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে শারিরীকভাবে লাঞ্ছিত ও আহত করে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মন্তব্য করাকে কেন্দ্র করে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মিজানুর রহমান রিয়াদের ওপর হামলার ঘটনা ঘটে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত