Homeরাজনীতিএখন ডেভিল কই পাবে: মান্না

এখন ডেভিল কই পাবে: মান্না


অপারেশন ডেভিল হান্ট নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এখন অপারেশন ডেভিল হান্ট করছে। ডেভিলগুলা সব পালিয়ে গেছে। তখন ঘুমিয়ে ছিল। ক্যান্টনমেন্টে জায়গা দেওয়া হয়েছিল, তারপর আবার বিশেষ পাহারায় পাঠিয়ে দিয়েছে। এখন ডেভিল কই পাবে?’

আজ সোমবার দুপুরে রাজধানীর তোপখানার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা জানান মান্না।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘যে রকম করে উনি (প্রধান উপদেষ্টা) ছাত্রদের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিচ্ছেন, এ রকম করে তো আর দেশ চলবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়যুক্ত হওয়ার কারণে ছাত্রদের আমরা মাথার তাজ বলে মনে করি। কিন্তু তার মানে, তাদের সিংহাসনের সর্বোচ্চ সিদ্ধান্তের জায়গায় বসিয়ে দিলে সিদ্ধান্ত ম্যাচিউরড হবে, তেমন মনে করার কোনো কারণ নাই।’

অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন অপারেশন ডেভিল হান্ট করছে। ডেভিলগুলা সব পালিয়ে গেছে। তখন ঘুমিয়ে ছিল। ক্যান্টনমেন্টে জায়গা দেওয়া হয়েছিল, তারপর আবার বিশেষ পাহারায় পাঠিয়ে দিয়েছে। এখন ডেভিল কই পাবে? আর আছে কয়েকটা। এ-ই ডেভিল হান্ট। এগুলোতে তো ভয় পাওয়ার মতো অবস্থা থাকে। পুলিশ গ্রেপ্তার-বাণিজ্য চালিয়েই যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী দিপু, অর্থ সম্পাদক শাহনাজ হক রানু, দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিদ প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত