Homeরাজনীতিআওয়ামী লীগ ইঁদুরের গর্তে ঢুকেছে, ছাড় দেওয়া হবে না: টুকু

আওয়ামী লীগ ইঁদুরের গর্তে ঢুকেছে, ছাড় দেওয়া হবে না: টুকু


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আওয়ামী লীগ ইঁদুরের গর্তে ঢুকেছে। মাথা বের করার চেষ্টা করবেন না। পালাইয়া থেকে লাভ নাই। কাউকে ছাড় দেওয়া হবে না। বারবার আমাদের নির্যাতন করা হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা ঘুরে দাঁড়িয়েছে। ১৭ বছর নির্যাতন ভোগ করলেও বিএনপির কোনো নেতা-কর্মী পালায়নি। ’৭৫-এর পরে একবার, আর ২৪ সালে একবার; আওয়ামী লীগ দুই বার পালাইল।’

আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘যাঁরা সংস্কার সংস্কারের কথা বলছেন, আমি তাঁদের অনুরোধ করব, বিএনপির ৩১ দফাটা একটু দেখে নিয়েন। তার মধ্যে কী কী আছে, আর আপনারা কী দিলেন। আমরা ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছি, জনগণের কাছ থেকে রায় নিচ্ছি ভোটের মাধ্যমে। এই সংস্কারে বলা হচ্ছে, একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এর চাইতে আর কী সংস্কার হবে। বলা হয়েছে, প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা হবে। কোনোটাই বাদ নেই ৩১ দফায়। ১৮০ দিন পার হয়ে গেল, নির্বাচনের কোনো খবর পাচ্ছি না। এখন শুনি নতুন দল হচ্ছে। আবার শুনি আরেকটি দল নতুন করে লাফানোর চেষ্টা করছে।’

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকু জামায়াতকে ইঙ্গিত করে বলেন, ১৯৭২-এর সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে রাজনীতিকে সর্বজনীন করার জন্য আপনাদের লাইসেন্স দিয়েছিল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কণ্ঠশিল্পী কনকচাঁপা প্রমুখ। অনুষ্ঠানে জুলাই-আগস্ট আন্দোলনে সিরাজগঞ্জে শহীদ হওয়া ১১ জনের পরিবারের সদস্যদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত