Homeবিনোদনহেরা ফেরি থ্রির যাত্রা হলো শুরু

হেরা ফেরি থ্রির যাত্রা হলো শুরু


আবার ফিরছে ‘হেরা ফেরি’। বলিউডের কমেডি সিনেমার প্রসঙ্গ এলেই প্রথম দিকে থাকে প্রিয়দর্শন পরিচালিত হেরা ফেরির নাম। ২০০০ সালে মুক্তি পায় এ ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা। ২০০৬ সালে আসে সিকুয়েল ‘ফির হেরা ফেরি’। এটিও সাফল্য পায়। ফির হেরা ফেরি এমনভাবে শেষ হয়েছিল, বোঝাই গিয়েছিল, আসবে পরের কিস্তি। তার পর থেকে কেবলই অপেক্ষা। প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে ‘হেরা ফেরি থ্রি’।

সম্প্রতি এ সিনেমার শুটিংয়ে একত্র হয়েছেন হেরা ফেরির তিন কান্ডারি পরেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেঠি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৩ এপ্রিল হেরা ফেরি থ্রির প্রোমো শুটে আসেন সিনেমার তিন আলোচিত চরিত্র রাজু, শ্যাম ও বাবু ভাইয়া। এদিন প্রোমোর পাশাপাশি সিনেমার প্রথম দৃশ্যের শুটিংও করা হয়। এত দিন পর হেরা ফেরির গল্প নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত ছিলেন পরেশ, অক্ষয় ও সুনীল। সঙ্গে পরিচালক প্রিয়দর্শনও।

২০১৭ সাল থেকেই হেরা ফেরির তৃতীয় পর্ব নির্মাণের তোড়জোড় চলছিল। ওই সময় নীরাজ ভোরার পরিচালনা করার কথা ছিল। ‘ফির হেরা ফেরি’ তিনিই বানিয়েছিলেন। তৃতীয় পর্বে অভিনয়ের কথা ছিল জন আব্রাহাম, নানা পাটেকর ও অভিষেক বচ্চনের। ওই বছর নীরাজ ভোরার মৃত্যু হয়, থমকে যায় সিনেমার কাজ। পরের বছর ইন্দ্র কুমার যুক্ত হন পরিচালক হিসেবে। তিনি পরেশ, অক্ষয় ও সুনীলকে রাজি করান এ গল্পে ফেরার ব্যাপারে। তবে ‘টোটাল ধামাল’ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় কাজটি পিছিয়ে যায়। পরে করোনার কারণে অনিশ্চিত হয়ে পড়ে হেরা ফেরি থ্রির ভবিষ্যৎ।

২০২২ সালে পরিচালক অনীশ বাজমিকে নিয়ে আবার শুটিং শুরুর উদ্যোগ নেওয়া হয়। ওই সময় রাজু চরিত্রে অক্ষয়ের বদলে কার্তিক আরিয়ানকে নেওয়ার গুঞ্জন শোনা যায়। ফরহাদ সামজির পরিচালনা করবেন, এমন কথা শোনা গিয়েছিল পরের বছর।

অনেক অনিশ্চয়তা পেরিয়ে এ বছর আবার আলোচনায় হেরা ফেরি থ্রি। ১৯ বছর পর ৬৮ বছর বয়সে তৃতীয় পর্ব পরিচালনার জন্য আবারও হেরা ফেরির ঘরে ফিরেছেন প্রিয়দর্শন। তিনি বলেন, ‘তৃতীয় পর্বটি বানানো খুব চ্যালেঞ্জের। কারণ, দর্শকের প্রত্যাশা অনেক বেড়েছে, অভিনেতাদেরও বয়স হয়ে গেছে। সে অনুযায়ী দর্শকের সামনে বিশ্বাসযোগ্য গল্প উপস্থাপন করাটাও গুরুত্বপূর্ণ। এগুলোকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।’

জানা গেছে, ক্যামেরা ওপেন হলেও এখনই চূড়ান্ত শুটিংয়ে যাচ্ছেন না প্রিয়দর্শন। অক্ষয়কে নিয়ে ‘ভূত বাংলা’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করবেন আগামী জুনে। এরপর কয়েক মাসের বিরতি নিয়ে শুরু করবেন হেরা ফেরি থ্রির কাজ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত