Homeবিনোদনহ‍ুমায়ূনের তারা তিনজন নিয়ে এবার নুহাশের ওরা তিনজন

হ‍ুমায়ূনের তারা তিনজন নিয়ে এবার নুহাশের ওরা তিনজন


প্রয়াত কথাসাহিত্যিক এবং নির্মাতা হ‍ুমায়ূন আহমেদ। জীবদ্দশায় তিনি গল্পের পাশাপাশি নির্মাণ করে গেছেন অসংখ্য নাটক-চলচ্চিত্র। যার মধ্যে কালজয়ী হয়ে আছে অনেক চরিত্রেই। তবে তার মধ্যে অন্যতম জনপ্রিয় তিন চরিত্র ‘তারা তিনজন’। যেই তিন চরিত্রে অভিনয় করে ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু এখনো দাগ কাটে দর্শকের হৃদয়ে। ১১ বছর পর তারা আবারও আসছেন একই চরিত্রে। তবে এবার আর তারা হ‍ুমায়ূন আহমেদের নির্মাণে অভিনয় করেননি, অভিনয় করেছেন তার ছেলে নির্মাতা নুহাশ হ‍ুমায়ূনের পরিচালনায়।

নতুন এই প্রোজেক্টের নাম ‘ওরা তিনজন’, যা পরিচালনা করেছেন নুহাশ হ‍ুমায়ূন। বাবার জনপ্রিয় এই ত্রয়ীকে আবারও পর্দায় আনছেন তিনি। তবে নাটক আকারে নয়, তাদের দেখা যাবে পাঁচ পর্বের ছোট গল্পে। নির্মাতার সূত্র থেকে জানা গেছে, এই তিনজনকে নিয়ে এরই মধ্যে গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে। এই কাজটির জন্য লন্ডন থেকে সম্প্রতি দেশে এসেছেন স্বাধীন খসরু। যিনি এজাজ ও ফারুকের ভাগনে চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। কনটেন্টটি কোনো ইউটিউব চ্যানেলে নয়; স্ট্রিমিং হবে দেশের জনপ্রিয় একটি ওটিটিতে।

এর আগে ‘তারা তিনজন’ একসঙ্গে করেছেন অসংখ্য টিভি নাটকে। তাদের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘তারা তিনজন’, ‘তারা তিনজন টি-মাস্টার’, ‘তারা তিনজন ঝামেলায় আছে’, ‘তারা তিনজন হে পৃথিবী বিদায়’, ‘তারা তিনজন ফুচকা বিলাস’, ‘ভাইরাস’, ‘আমরা জেগে আছি’, ‘আবারো তিনজন’, ‘আমরা তিনজন’, ‘উড়ে যায় বকপক্ষী’। এই নাটকগুলো রচনা করেছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদ।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত