অনেক দিন পর সম্প্রতি দেশে এসেছিলেন অভিনেত্রী সিফাত তাহসিন। সাত বছর পর অভিনয় করেছেন দেশের কোনো নাটকে। ‘অগ্নিশিখা’ নামের নাটকে দেখা যাবে তাঁকে। এতে তাহসিনের দুই সহশিল্পী ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। গল্পের প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন তাঁরা।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হয় সিফাত তাহসিনের। সেরা পাঁচে ছিলেন তিনি। এ প্রতিযোগিতা থেকে বেরিয়ে নিয়মিত অভিনয় করেছেন টিভি নাটকে। তবে ২০১৮ সালে বিয়ে করে বিদেশে পাড়ি জমান তাহসিন। এরই সঙ্গে শেষ হয় দেশের টিভি নাটকে তাঁর পথচলা।
স্বামী ও চার বছরের কন্যাসন্তান নিয়ে কানাডার টরন্টোতে থাকেন সিফাত তাহসিন। গত জানুয়ারি মাসে নিউইয়র্কে একটি নাটকের শুটিং করেছিলেন। এবার দেশে ফিরে দাঁড়ালেন ক্যামেরার সামনে। তাহসিন বলেন, ‘আমাদের শুরুর সময় শুটিং হতো একভাবে। এত দিন পর কাজ করে মনে হলো পিকনিকের মেজাজে ছিলাম! পুরান ঢাকার মতো অতিজনাকীর্ণ জায়গায় কাজ করলেও সেই আবহ টের পাইনি! অগ্নিশিখা চমৎকার একটি গল্প। সহশিল্পীরাও বেশ সহযোগিতা করেছেন। সব মিলিয়ে মনের মতো একটি কাজ করেছি।’
‘অগ্নিশিখা’ নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। প্রযোজনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটি নিয়ে নির্মাতা বলেন, ‘এটি একটি ভালোবাসার গল্প। শুধু প্রেমিক-প্রেমিকা নয়; ভাইবোন, মা-বাবা, আত্মীয়স্বজনসহ সবার সঙ্গে ভালোবাসার বন্ধন মানুষকে ইতিবাচক রাখে। আমার এই গল্পের মূল বক্তব্য হলো, যেকোনো পরিস্থিতিতেই ভালোবাসার মানুষের বিপক্ষে যাওয়া উচিত নয়।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, ফখরুল বাশার, মিলি বাশার, মাহমুদুল ইসলাম মিঠু, এম এন ইউ রাজু প্রমুখ। পুরান ঢাকার সূত্রাপুর ও বুড়িগঙ্গায় এর শুটিং হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে অগ্নিশিখা।