ঈদ উপলক্ষে ইউটিউবের জন্য নির্মিত একটি ব্যতিক্রমী সিনে-ড্রামা ‘পায়েল’-এ অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সিনেমার আদলে নির্মিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। পরিচালনায় ছিলেন সাইফুল হাফিজ খান।
এ আর কে ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ‘পায়েল’ ইতোমধ্যেই দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। এর ভিন্নধর্মী গল্প, সংলাপ ও নির্মাণশৈলী আলাদা করে নজর কেড়েছে।
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বলেন, আমি এখন আর আগের মতো ছোটপর্দায় কাজ করছি না। পায়েলের গল্পটা এতটাই ব্যতিক্রম ছিল যে না করতে পারিনি। এটি সিনেমার আদলে নির্মিত হয়েছে, যা এখনো আমাদের টেলিভিশন বা অনলাইন কনটেন্টে খুব বেশি দেখা যায় না। ভিউয়ের যুগে এটি অন্যদের ছাপিয়ে যেতে না পারলেও যারা দেখছেন তারা বেশ প্রশংসা করছেন।
পায়েলের গল্প আবর্তিত হয়েছে দুই নিঃসঙ্গ মানুষের জীবনের ঘিরে। খায়রুল বাসার অভিনয় করেন কুতুব নামের চরিত্রে। এক শিকড়হীন যুবক, যার জীবন কাটে একটি নির্জন চিতাঘাটে মৃতদেহ দাহ করার মধ্য দিয়ে। অপরদিকে জরী চরিত্র করেন অর্চিতা স্পর্শিয়া। যিনি একজন পরিচ্ছন্নকর্মী, যার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। একাকিত্ব থেকে মুক্তি পেতে সে হাত ধরে কুতুবের। ধীরে ধীরে গড়ে ওঠে এক নিঃশব্দ সম্পর্ক। তবে প্রশ্ন থেকেই যায়—শেষ পর্যন্ত কী তারা একসঙ্গে থাকতে পারবে?
পরিচালক সাইফুল হাফিজ খান বলেন, পায়েল একদম সিনেমার ধরনে নির্মাণ করেছি। ইউটিউবের জন্য এ ধরনের সিনে-ড্রামা আমাদের দেশে খুব বেশি হয়নি বললেই চলে। সময় নিয়ে, যত্নসহকারে কাজটি করেছি। যারা দেখেছেন, তাদের অনেকেই নির্মাণশৈলী ও অভিনয়ের প্রশংসা করেছেন, যা আমাদের জন্য উৎসাহজনক।
সাধারণ নাটক থেকে আলাদা হয়ে, নতুন ধরনের গল্প ও উপস্থাপনায় নির্মিত ‘পায়েল’ ইউটিউব নাট্যজগতে এক নতুন ধারা সূচনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। দর্শকপ্রিয়তাঘ পেয়েছে দারুণ। মানসম্মত নির্মাণের দৃষ্টান্ত হিসেবে এটি ইতোমধ্যেই প্রশংসিত।
Source link