Homeবিনোদনসালমানের বৌ হয়ে প্রশংসিত মীনাক্ষী

সালমানের বৌ হয়ে প্রশংসিত মীনাক্ষী


মডেল অভিনেত্রী মীনাক্ষী চৌধুরী। ২০১৯ সালে ‘আপস্টার্টস’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার। এরপর তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করছেন। জুটি বেঁধেছেন বড় বড় তারকার সঙ্গে। এবার প্রথমবারের মতো অভিনয় করেছেন দুলকার সালমানের বিপরীতে। সিনেমার নাম ‘লাকি ভাস্কর’। এটি পরিচালনা করেছেন ভেঙ্কি অতলুরি।

সিনেমায় মীনাক্ষীর চরিত্রের নাম ‘সুমাথি’। সালমানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। যাদের টানাটানির সংসার। আছে একটি ছেলেও। ভালোই চলতে থাকে দিন। তবে ভাস্করের চরিত্রে অভিনয় করা সালমানের স্বপ্ন একদিন অনেক বড়লোক হবে, সম্মান অর্জন করবে। এই স্বপ্নপূরণ করতে গিয়ে নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে যান তিনি। এরপর পরিবারে হতে থাকে অশান্তি। এরপর সালমান একদিন অনেক সম্পত্তির মালিক হয় ঠিকই। কিন্তু শান্তি থাকে না আর জীবনে।

সিনেমায় সুমাথির চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন মীনাক্ষী। ৩১ অক্টোবর মুক্তির পর থেকেই ‘লাকি ভাস্কর’ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে চলে আসে। সালমানের পাশাপাশি প্রশংসিত হতে থাকেন মীনাক্ষীও। অনেকের মতে, ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির ভবিষ্যতের নতুন জুটি হতে যাচ্ছেন তারা।

এদিকে ‘লাকি ভাস্কর’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় নিয়ে সিতারা এন্টারটেইনমেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মীনাক্ষী বলেন, ‘আমরা সবাই জানি সালমান একজন দুর্দান্ত অভিনেতা। কিন্তু তিনি একজন অসাধারণ মানুষও। যা তার সঙ্গে কাজ করতে গিয়ে আমি বুঝেছি। কারণ সিনেমার সেটে তার আচরণে কখনো মনে হয়নি যে সে এত বড় মাপের একজন অভিনেতা। যার জন্য তার সঙ্গে কাজের অসাধারণ অভিজ্ঞতা হয়েছে আমার। এখন সিনেমাটি মুক্তির পর দর্শকদের থেকেও ভালোবাসা পাচ্ছি। এ ছাড়া কাছের, পরিচিতরাও আমার কাজের প্রশংসা করছেন। যা ভবিষ্যতে কাজের ক্ষেত্রে আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশাবাদী।’

মীনাক্ষীর হাতে এখন আরও দুটি সিনেমা রয়েছে, যার মধ্যে তেলেগু সিনেমা ‘মটকা’ এ বছর মুক্তির কথা আছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত