Homeবিনোদনসজলের কণ্ঠে ম্যাকগাইভার

সজলের কণ্ঠে ম্যাকগাইভার


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচার হওয়া অন্যতম জনপ্রিয় বিদেশি সিরিজ ছিল ‘ম্যাকগাইভার’। সিরিজটির কাহিনির মূলে ছিল ম্যাকগাইভার নামের এক বিজ্ঞানী। মার্কিন সরকারের গুপ্তচর হিসেবে কাজ করে সে। বিজ্ঞানের জ্ঞানকে বাস্তবে কাজে লাগানোর ক্ষমতাই তার হাতিয়ার হিসেবে কাজ করত। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচার জন্য অতি অল্প সময়ের মধ্যে কীভাবে জটিল যন্ত্র উদ্ভাবন করত সে, তা-ই ছিল এ সিরিজের মূল আকর্ষণ।

ম্যাকগাইভারের প্রতিটি পর্বের আলাদা নাম ও গল্প থাকত। বিটিভিতে প্রচারের পর ম্যাকগাইভার চরিত্রের ভক্ত হয়ে উঠেছিল অনেকে। চরিত্রটি এতটাই জনপ্রিয় হয় যে ম্যাকগাইভারের ভিউকার্ড, স্টিকার ছড়িয়ে পড়ে দেশজুড়ে। বিক্রিও হতো দেদার। ম্যাকগাইভারের মতো করে ফ্যাশনে পরিবর্তন আনতে শুরু করেন যুবকেরা। অনেকেই আবার ম্যাকগাইভারের দেখানো নানা কৌশল রপ্ত করার চেষ্টাও শুরু করেছিল। নব্বইয়ের দশকের পর ২০১০ সালে বিটিভিতে পুনরায় প্রচার হয়েছিল ম্যাকগাইভার।

দীর্ঘ বিরতির পর আবারও দেশের দর্শকের জন্য ম্যাকগাইভারের বাংলা ডাবিং নিয়ে এসেছে এসআরকে স্টুডিও। এবার নতুনভাবে সাজানো হয়েছে বাংলা ডাবিং। এতে ম্যাকগাইভার চরিত্রে কণ্ঠ দিয়েছেন আব্দুন নূর সজল। এর আগে কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’-তে কণ্ঠ অভিনেতা হিসেবে কাজ করেছেন সজল। এবার আসছেন ম্যাকগাইভার হয়ে।

সজল ছাড়াও ম্যাকগাইভার সিরিজের বিভিন্ন পর্বে কণ্ঠ দিয়েছেন আবুল হায়াত, জয়া আহসান, তাসনিয়া ফারিণ, জাকিয়া বারী মম, নাজিয়া হক অর্ষার মতো তারকাশিল্পীরা। কণ্ঠাভিনয়ে আরও আছেন মুমতাহিনা টয়া, আইশা খান, সৌম্য জ্যোতি, সামিউল আলম জীবন, কামরুল হাসান, ছন্দামনি, রোজী সিদ্দিকি, শানারেই দেবী শানু, মেহজাবীন রিনথী প্রমুখ।

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ টিভি এবং অনলাইন টিভি চ্যানেল এসআরকে টিভিতে প্রতিদিন বেলা ১টা এবং রাত ৯টায় দেখা যাচ্ছে ম্যাকগাইভার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত