Homeবিনোদনশুভ জন্মদিন বাংলাদেশ : জয়া

শুভ জন্মদিন বাংলাদেশ : জয়া


আজ ২৬ মার্চ, ৫৪তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিন থেকেই শুরু হয়েছিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। গৌরবময় এই দিবসটি আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হবে।

এদিকে স্বাধীনতা দিবসের সকালে বীর শহীদদের স্মরণ করে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একাত্তরে প্রাণ দেওয়া এবং মুক্তিযুদ্ধের গর্ভ থেকে বাংলাদেশের জন্ম দেখার জন্য বেঁচে থাকা সব বাঙালিকে বিনীত অভিবাদন । শুভ জন্মদিন বাংলাদেশ।’

এবারের ঈদে জয়ার একটি ওয়েব সিরিজ মুক্তি পাবে। এই সিরিজটি ঈদ উপলক্ষে আগামী ২৮ মার্চ হইচইতে মুক্তি পেতে চলেছে, যা পরিচালনা করেছেন আশফাক নিপুণ। এই সিরিজে প্রধান চরিত্রে জয়া আহসান অভিনয় করেছেন নিম্নপদস্থ এক সরকারি কর্মকর্তার চরিত্রে, যিনি গত দশ বছরেও পদোন্নতি পাননি। গল্পে উঠে এসেছে তার আর্থিক সংকট এবং নৈতিক সংকটের দৃশ্য।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত