Homeবিনোদনশিল্পকলায় বিরাশিয়ান নাট্যগোষ্ঠীর সবুজসাথী আবাসন প্রকল্প

শিল্পকলায় বিরাশিয়ান নাট্যগোষ্ঠীর সবুজসাথী আবাসন প্রকল্প


মানসিক সংকটের অন্যতম কারণ একাকিত্ব। আর এ সংকটে সবচেয়ে বেশি পড়তে হয় বার্ধক্যকালে। বস্তুবাদী স্বার্থপর এ পৃথিবীতে জেনারেশন গ্যাপের চিন্তার দ্বন্দ্বের কারণে অনেক বৃদ্ধ পিতা-মাতাকে যেতে হয় বৃদ্ধাশ্রমে। এসব সংকট থেকে বাঁচতে বৃদ্ধাশ্রমের বিকল্প হিসেবে পঞ্চাশোর্ধ বন্ধুদের নিয়ে আলাদাভাবে একটি পল্লি গড়তে চায়। যেখানে থাকবে না ভেজাল খাবার, যান্ত্রিক কোলাহল আর বায়ুদূষণ। এ পল্লিতেই সুখে-শান্তিতে জীবনের শেষ সময় পার করতে চায় তারা। নানা সংকটের পর অবশেষে বাস্তবায়ন হয় তাদের সেই স্বপ্নের ‘সবুজসাথী আবাসন প্রকল্প’।

এমনই গল্প নিয়ে মঞ্চস্থ হলো বিরাশিয়ান নাট্যগোষ্ঠীর প্রথম প্রযোজনা ‘সবুজসাথী আবাসন প্রকল্প’-এর প্রথম প্রদর্শনী। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটি।

১৯৮২ সালে এসএসসি পাস করা বন্ধুদের সংগঠন বিরাশিয়ান নাট্যচর্চার লক্ষ্যে বিরাশিয়ান নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করে। তাদের প্রথম প্রযোজনা এটি। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন ইঞ্জিনিয়ার সামসুদ্দিন সুমি এবং প্রযোজনায় ফিরোজ আহমেদ।

নাটকটিতে অভিনয় করেছেন জহিরুল হক হিরু, লায়ন হাবিব, রেবেকা সুলতানা, জিনাত গাজী, শংকর মৈত্র, গজনবী খান, এম. জামান, হুমায়ুন কবীর, মাহবুব, অ্যাডভোকেট নসরুল্লাহ, আলতাফ, এস এম আজাদ হোসেন প্রমুখ।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত