Homeবিনোদনযেখানে শেষ সেখান থেকেই শুরু

যেখানে শেষ সেখান থেকেই শুরু


মার্কিন গায়িকা টেইলর অ্যালিসন সুইফট। ২০২৪ সালটি তার জন্য দুর্দান্ত একটি বছর কেটেছে। কনসার্ট-গান দিয়ে মাতিয়ে রাখেন শ্রোতাদের। মার্কিন এই গায়িকা চব্বিশের শেষ স্টেজ শো করেন কানাডাতে। সে দেশ থেকেই নতুন বছর মঞ্চ মাতাবেন তিনি। ২০২৫ সালে টেইলর সুইফটের প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হবে শনিবার ফেব্রুয়ারি ২২ কানাডার টরন্টোতে।

ডিসেম্বরের ৬, ৭ ও ৮ তারিখ কানাডার ভ্যানকুভারে টানা তিনটি কনসার্ট করেন সুইফট। বছরের শেষ কনসার্টে তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমেরিকান পপ সংগীতশিল্পী গ্রেইস আব্রামস।

টরন্টো কনসার্ট অর্কেস্ট্রার ব্যানারে টেইলরের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে থাকবেন গায়ক এমিলি পাওয়ার। এরই মধ্যে অনলাইনে এই আয়োজনের টিকিট বিক্রি শুরু হয়েছে। চারজনের পার্টি প্যাকেজ বিক্রি হবে ২৪৯ ডলারে, ফুল সুইফট টিকিট ৭৯ ডলার, শুধু কনসার্ট উপভোগ করতে গুনতে হবে ৬৫ ডলার, এ ছাড়া ২৫ ডলারের একটি প্যাকেজ রাখা হয়েছে। কনসার্টটি মাত্র ৩ ঘণ্টার হবে, যা শুরু হবে কানাডিয়ান সময় ২২ তারিখ বিকেল ৪টা ৩০ মিনিটে। আর শেষ হবে ৭টা ৩০ মিনিটে।

নতুন বছর বিভিন্ন মহাদেশে কনসার্ট করবেন টেইলর। এবারের মিউজিক্যাল ট্যুরের শিরোনাম ‘টেলর সুইফট ইরাস এনকোর’। কানাডা থেকে শুরু হয়ে এটি ২০২৫ সালের নভেম্বরে আমেরিকা কনসার্ট দিয়ে

শেষ হবে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত