Homeবিনোদনমেলায় তারকাদের বই | কালবেলা

মেলায় তারকাদের বই | কালবেলা


ভাষার মাস উপলক্ষে মহান ভাষা আন্দোলন ও অমর একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমি সোহরাওয়ার্দী উদ্যান ও একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে অমর একুশে বইমেলা-২০২৫। আজ শনিবার মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এবারের একুশে বইমেলায় তুলে ধরা হবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নানা দিক। থাকছে জুলাই চত্বরও। এদিকে নাশকতার শঙ্কা না থাকলেও মেলার নিরাপত্তা ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

বইমেলায় এবার বাড়ানো হয়েছে স্টল সংখ্যা। মানসম্পন্ন বইয়ের দিকে দেওয়া হচ্ছে গুরুত্ব। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এদিকে প্রতি বছরের মতো এবারের মেলায়ও থাকছে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের বই। যেসব বইয়ের প্রতি বরাবরই পাঠকদের থাকে অন্যরকম আগ্রহ। বরাবরের মতো এবারও একই ধারাবাহিক ধরে রেখেছেন তারা।

সংগীতশিল্পী ফাহমিদা নবী। এবারের মেলায় তার একটি বই আসছে। নাম ‘ফাহমিদা নবীর ডায়েরি’। নতুন এ বইটি প্রকাশ করতে যাচ্ছে শব্দশিল্প প্রকাশনী, যার প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইটি নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন। যেখানে লিখেছেন, ‘ছোটবেলা থেকেই আমার বাবার লেখা, কথার ভঙ্গি, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়তে, ডায়েরি লিখতে। খুব ভালো লাগত। আমিও লেখার চেষ্টা করতাম, করছি।’

এরপর জীবনের নানারকম অভিজ্ঞতা নিয়ে লেখা এ বইটি সম্পর্কে ফাহমিদা নবী আরও লিখেছেন, ‘গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি তাই নিজের মতো করে লিখি, ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি।’

এদিকে ২০২৪ সালের শেষদিকে প্রকাশিত হয়েছে বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’। নতুন এ বইটি পাওয়া যাবে এবারের বইমেলায়। এ বইয়ে তার অভিনয় ও ব্যক্তিজীবন তুলে ধরা হয়েছে। আবুল হায়াতের আত্মজীবনীমূলক এ বইটি আসছে ‘সুবর্ণ প্রকাশনী’ থেকে।

পাওয়া যাবে অভিনেত্রী ফারজানা ছবির উপন্যাস ‘বৃত্তবাস’। যেটি প্রকাশ হবে মিজান পাবলিশার্স থেকে। এবারের মেলায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার একটি উপন্যাস ও একটি কবিতার বই পাওয়া যাবে। উপন্যাসের নাম ‘আমরা কখনও বন্ধু ছিলাম না’।

অভিনেতা ফারুক আহমেদের দুটি গল্পগ্রন্থ আসছে এবারের মেলায়। একটির নাম ‘আমার না বলা কথা’ অন্যটি ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’। থাকবে ব্যান্ড তারকা জুনায়েদ ইভানের ‘লেখো’ শিরোনামে বই। এ ছাড়া সংগীতশিল্পী জয় শাহরিয়ারের কবিতার বই ‘সুর ছাড়া কবিতারা’

প্রকাশিত হবে ‘আজব প্রকাশ’ থেকে। থাকবে সংগীতশিল্পী পুতুলের উপন্যাস ‘শিল্পীসত্তার ব্যবচ্ছেদ’।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত