Homeবিনোদনমার্চের নেটফ্লিক্স | কালবেলা

মার্চের নেটফ্লিক্স | কালবেলা


পুরো বিশ্বের বিনোদনপ্রেমীরা এখন অনেকটাই ওটিটি নির্ভর। কারণ ঘরে বসেই তারা প্রতি মাসে এখন দেখতে পাচ্ছেন মনের মতো নতুন সব কনটেন্ট। যেসব কনটেন্ট স্ট্রিমিং হচ্ছে বিশ্বের জায়ান্ট সব প্ল্যাটফর্মে। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহে নেটফ্লিক্সে প্রচারিত হবে বেশকিছু ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ। যার মধ্যে উল্লেখযোগ্য তিনটি কনটেন্ট নিচে তুলে ধরা হলো।

দ্য ইলেকট্রিক স্টেট

অ্যাকশন ড্রামা ধাঁচের এই ওয়েব ফিল্মটি যৌথভাবে পরিচালনা করেছেন অ্যান্থনি রুসো ও জো রুশো।

যারা রুশো ব্রাদার্স হিসেবে পরিচালিত। সাই-ফাই জনরার এই সিনেমায় দেখানো হবে রোবটদের বিজ্ঞান কল্পকাহিনির একটি গুরুত্ব পূর্ণ অভিযান। নেটফ্লিক্সে এটি প্রচার হবে মার্চের ১৪ তারিখ। এতে অভিনেতা ক্রিস প্যাট ‘কেটস’ চরিত্রে অভিনয় করেছেন আর মিলি বব ব্রাউন ‘মিচেল’ চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও আছেন উডি নরম্যান অ্যান রুশো, গ্রেগ ক্রোমার ও ভিন্স পিজিয়ানি।

ডেন অব থিভস ২: প্যান্টেরা

ফেব্রুয়ারির ১০ তারিখ বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি পেয়েছে ডেন অব থিভস ২: প্যান্টেরা সিনেমাটি। এবার এটি নেটফ্লিক্সে ১৯ মার্চ প্রচারিত হবে। ‘ডেন অব থিভস ২: প্যান্টেরা’ হল ‘ডেন অব থিভস’ এর সিক্যুয়েল।

এর গল্প আমেরিকার একদল ক্রিমিনালদের নিয়ে। যারা নিয়মিত ডাকাতির সঙ্গে জড়িত। ক্রাইম থ্রিলার ধাঁচের এই সিনেমাটি নির্মাণ করেছেন ক্রিশ্চিয়ান গুডেগাস্ট।এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জেরার্ড বাটলার, ও’শিয়া জ্যাকসন জুনিয়র, ইভিন আহমেদ, মেডো উইলিয়ামস ও সোয়েন টেমেল।

দ্য আউটরান

ব্রিটিশ সিনেমা ‘দ্য আউটরান’ ২০২৪ সালে বড় পর্দায় মুক্তি পায়। এরপরই সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সাওয়ার্স রোনান প্রশংসিত হতে থাকেন। ছবিটি পরিচালনা করেছেন নোরা ফিংসচাইডট। এর গল্পে দেখা যায় লন্ডনে জীবনের চরম দুর্দশায় ভোগার পর, রোনান তার সমস্যাগ্রস্ত অতীতের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর সে স্কটল্যান্ডের অর্কনি দ্বীপপুঞ্জে ফিরে আসে। যেখানে সে ছোট বেড়ে উঠেছিল। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প। এবার এটি ১৮ মার্চ নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত