Homeবিনোদন‘মান্নাত’ ছাড়ছেন শাহরুখ পরিবার | কালবেলা

‘মান্নাত’ ছাড়ছেন শাহরুখ পরিবার | কালবেলা


বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রতি ভালোবাসা যাদের সীমাহীন, তাদের জন্য মুম্বাই সফর মানেই মান্নাতের সামনে একবার দাঁড়িয়ে আসা। এমনকি কিং খানকে এক ঝলক দেখার আশায় প্রতিদিন সেখানে ভিড় জমায় শত শত ভক্ত। বিশেষ করে বিশেষ দিনগুলোতে, যখন শাহরুখ নিজেই বাড়ির বারান্দায় এসে হাত নেড়ে অভিবাদন জানান, তখন সেই মুহূর্ত হয়ে ওঠে সত্যিকারের স্বপ্নের মতো। তবে এবার সপরিবারে সেই ‘মান্নাত’ ছাড়ছেন বলিউড বাদশাহ। পাল্টে ফেলছেন নিজের পরিচিত সেই ঠিকানা।

একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বান্দ্রায় সমুদ্রমুখী সেই বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের পালি হিলসের আবাসনে গিয়ে উঠবেন শাহরুখ ও তার পরিবার।

সম্প্রতি নতুন একটি বিলাসবহুল বাসস্থান ভাড়া নিয়েছেন শাহরুখ। তবে হঠাৎ তার ঠিকানা পরিবর্তনের কারণে ভক্ত মনে প্রশ্ন উঠেছে কেন হঠাৎ ‘মান্নাত’ ছাড়ছেন কিং খান ও তার পরিবার?

এ বিষয়ে গণমাধ্যম সূত্রে আরও জানা যায়, মান্নাতের অন্দরসজ্জা পরিবর্তন করা হবে। তাই আপাতত ওই বাড়ি ছেড়ে পালি হিলসের বাড়িতে থাকবে খান পরিবার।

আগামী মে মাস থেকে শুরু হবে ‘মান্নাত’-এর কাজ। টানা দুই বছর বাড়ির কাজ চলবে।

যত দিন ‘মান্নাত’-এ কাজ চলবে, তত দিন পালি হিলের বাড়িতেই থাকবেন তারা। পালি হিলের সেই আবাসনের ৪টি তলা ভাড়া নিয়েছেন শাহরুখ ও গৌরী। বছরে ২.৯০ কোটি রুপি ভাড়া দিতে হবে নতুন বাসার জন্য।

বর্তমানে শাহরুখ খান ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার শাহরুখকন্যা সুহানা খানকে বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে। এ ছাড়া এ সিনেমায় অভিনয় করছেন অভিষেক বচ্চন, অভয় ভার্মাসহ আরও অনেকে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত