Homeবিনোদনমাত্র ৩ ঘণ্টা ঘুমান নরেন্দ্র মোদি, সাক্ষাতের পর জানালেন সাইফ

মাত্র ৩ ঘণ্টা ঘুমান নরেন্দ্র মোদি, সাক্ষাতের পর জানালেন সাইফ


১৪ ডিসেম্বর ছিল রাজ কাপুরের জন্মশতবর্ষ পূর্তি। এ উপলক্ষে দিল্লিতে রাজ কাপুর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। ওই উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পৌঁছে গিয়েছিল কাপুর পরিবার। সঙ্গে ছিল নবাব সাইফ আলি খানও। সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর সরল জীবনযাপন মুগ্ধ বলিউড অভিনেতা। তাঁর টাইট শিডিউল নিয়ে প্রশ্ন করেন সাইফ। হাসিমুখেই তিনি উত্তর দেন, এতে রীতিমতো হতবাক বলিউড তারকা।

গত মঙ্গলবার কাপুর পরিবার দিল্লিতে গিয়েছিল নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য। জামাই সাইফ আলি খানও উপস্থিত ছিলেন সেখানে। সেখানেই আলাপচারিতার পর মোদিতে মুগ্ধ সাইফ। রাতে মাত্র তিন ঘণ্টা ঘুমান মোদী। ভোরে উঠে করেন যোগব্যায়াম, ধ্যান।  

দিল্লি থেকে ফিরে এক সাক্ষাৎকারে সাইফ জানান, যেদিন কাপুরদের সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে দেখা করে, এর আগের দিনই সংসদ থেকে ফিরেছিলেন। সাইফ আলি খান ভেবেছিলেন, প্রধানমন্ত্রী হয়তো ভীষণ ক্লান্ত। কিন্তু ঘরে প্রবেশ করেই তিনি মিষ্টি হাসি হাসেন, এটা দেখার পর আর কোনো সংশয় কাজ করেনি তাঁদের। অভিনেতা প্রশ্ন করেছিলেন, ‘আপনি বিশ্রাম কখন নেন?’ উত্তরে মোদি জানান, তিনি মাত্র ৩ ঘণ্টা ঘুমান রাতে।

মোদি সাক্ষাতের সময় সাইফ আলির আমার মা শর্মিলা ঠাকুর, তাঁর ছেলে জেহ ও তৈমুরে খোঁজ নিয়েছেন জানিয়ে বলেছেন, ‘আমার বাবার (মনসুর আলি খান পতৌদি) সঙ্গে দেখা করার স্মৃতিও শেয়ার করলেন। আমাদের পরিবারকে যে সম্মান তিনি দিলেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। আমার ছেলেদের জন্য আবার অটোগ্রাফও সই করে দিয়েছেন।’

কাপুর পরিবারের সঙ্গে মোদির কথোপকথনের ভিডিও প্রকাশ করা হয়েছে নরেন্দ্র মোদীর কার্যালয় থেকে। ওই ভিডিওতে সাইফকে বলেন, ‘আপনিই প্রথম প্রধানমন্ত্রী যাঁর সঙ্গে আমি দেখা করার সুযোগ পেলাম। ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে দুই বার দেখা করলাম। দারুণ ইতিবাচক মানুষ এবং কঠোর পরিশ্রমী আপনি। আপনার কাজের জন্য শুভেচ্ছা রইল।’

সাইফ আলি খানের মুখে নিজের অতিথি আপ্যায়নের প্রশংসা শুনে পালটা রসিকতা করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আপনার বাবার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি ভেবেছিলাম, তৃতীয় প্রজন্মের সঙ্গেও আমার দেখা হবে। কিন্তু আপনি তো তৃতীয় প্রজন্মকে নিয়ে এলেন না।’ মোদির কথায় সঙ্গে সঙ্গেই করিনার বলেছিলেন, ‘আমি কিন্তু ওদের নিয়ে আসতে চেয়েছিলাম।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত