Homeবিনোদনভালোবাসার কিচেনে তারকা দম্পতিরা

ভালোবাসার কিচেনে তারকা দম্পতিরা


ভালোবাসা দিবস উপলক্ষে মছরাঙা টেলিভিশন প্রচার করবে একটি বিশেষ অনুষ্ঠান, যার নাম ‘ভালোবাসার কিচেন’। ভালোবাসার এই রান্নাঘরে রান্না হবে মজার মজার রেসিপি, হবে খাওয়াদাওয়া আর জম্পেশ আড্ডা। যেখানে অংশ নেবেন তারকা দম্পতিরা। বিশেষ এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন টিভি পর্দার প্রিয়মুখ এফ এস নাঈম ও নাদিয়া দম্পতি।

সাত পর্বের এ অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের তারকা দম্পতিরা তাঁদের পছন্দের রেসিপি রান্না করে দেখাবেন। ১৪ ফেব্রুয়ারি থেকে সাত দিন অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। প্রথম পর্বে থাকবেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা ও তাঁর স্বামী জোবায়দুল হক রিম।

জোবায়দুল হক রিম ও মাসুমা রহমান নাবিলা। ছবি: মাছরাঙার সৌজন্যে

জোবায়দুল হক রিম ও মাসুমা রহমান নাবিলা। ছবি: মাছরাঙার সৌজন্যে

অনুষ্ঠানের পরবর্তী পর্বগুলোতে থাকবেন অভিনেত্রী শারমীন জোহা শশী ও তাঁর স্বামী খালিদ হোসেন অভি, ফাতেমা তুজ জোহরা ও তাঁর স্বামী সৌমিক আহমেদ, নাজিয়া হক অর্ষা ও তাঁর স্বামী মোস্তাফিজুর নূর ইমরান, শিয়ানা শাহবা ও তাঁর স্বামী সৌভিক আহমেদ, কায়নাত আহমেদ ও তাঁর স্বামী অনম বিশ্বাস এবং অভিনেত্রী সালহা খানম নাদিয়া ও তাঁর স্বামী সালমান আরাফাত।

অনুষ্ঠানটি সম্পর্কে নাদিয়া বলেন, ‘এটি শুধু রান্নার অনুষ্ঠান নয়। এখানে দুজনের গল্প, খুনসুটি, শেয়ারিং, কেয়ারিংসহ সংসারজীবনের নানা বিষয় উঠে আসবে। গত বছরও একই চ্যানেলে অনুষ্ঠানটি করেছি। বেশ সাড়া পেয়েছিলাম। আশা করি, এবারও দর্শকেরা উপভোগ করবেন।’

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত