Homeবিনোদনভালোবাসা দিবসে বাশার-তিশার ‘বসন্ত বৌরি’

ভালোবাসা দিবসে বাশার-তিশার ‘বসন্ত বৌরি’


সময়ের ব্যস্ত অভিনেতা খায়রুল বাশার ও অভিনেত্রী তানজিন তিশা। বেশ কয়েকটি নাটকে এরই মধ্যে একসঙ্গে জুটি হয়েছেন তারা। এবার ভালোবাসা দিবসের জন্য নতুন আরেকটি নাটকে জুটি হয়েছেন তারা। নাম ‘বসন্তবৌরি’। এটি পরিচালনা করেছেন মিশুক মিঠু।

নাটকটি নিয়ে নির্মাতা বলেন, ‘সময়ের জনপ্রিয় এই জুটিকে নিয়ে কাজ করতে পেরে আমি আনন্দিত। তারা দুজনই আমার পছন্দের শিল্পী। দর্শককে একটি ভালো কাজ উপহার দিতে সর্বোচ্চ পরিশ্রম করেন দুজনই। যার প্রমাণ তাদের আগের নাটকগুলো। তাই আশা করছি এ নাটকটিও দর্শক প্রিয়তা পাবে।’

নাটকটি নিয়ে আশাবাদী অভিনেতা খায়রুল বাশারও। তিনি মনে করেন, গল্প ভালো হলে দর্শক গ্রহণ করবেই। এ নাটক ছাড়াও এই অভিনেতার আরও কয়েকটি নাটক এবারের ভ্যালেন্টাইনে প্রচারিত হবে।

‘বসন্তবৌরি’ নাটকে বাশার-তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, মিলি বাশার, শিল্পী সরকার অপু, মুহিত তমালসহ আরও অনেকে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত