Homeবিনোদনবিরতি কাটিয়ে ফিরছেন জনি

বিরতি কাটিয়ে ফিরছেন জনি


গত কয়েকটা বছর কঠিন সময় পার করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে চলছিল আইনি জটিলতা। তার প্রভাব দেখা গেছে অভিনয়েও। আলোচিত সেই মামলা থেকে রেহাই পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জনি ডেপ। ভক্তরাও অপেক্ষায় প্রিয় অভিনেতাকে হলিউড সিনেমায় দেখার। এবার শেষ হতে চলেছে সেই অপেক্ষার পালা। নতুন করে সিনেমায় ফিরছেন জনি ডেপ। অভিনয় করছেন মার্ক ওয়েব পরিচালিত ‘ডে ড্রিঙ্কার’-এ। অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াইয়ের পর এটিই হতে যাচ্ছে হলিউডে জনির প্রথম সিনেমা।

গত সোমবার প্রযোজনা প্রতিষ্ঠান লায়নসগেটের ফেসবুক পেজে ডে ড্রিঙ্কার সিনেমায় জনি ডেপের ফার্স্টলুক প্রকাশ করা হয়। ছবিতে জনিকে দেখা গেছে ধূসর চুল, নীল চোখ ও হালকা লম্বা রুপালি দাড়িতে! তিনি গাঢ় নীল স্যুট পরে হাতে এক গ্লাস পানীয় নিয়ে পোজ দিয়েছেন।

এ দিন জনি ডেপের লুকের পাশাপাশি সিনেমার অন্য কাস্টিংয়ের নামও প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে পেনেলোপে ক্রুজ, মানু রিওস, ম্যাডেলিন ক্লাইনসহ আরও বেশ কয়েকজন তারকার নাম।

ডে ড্রিঙ্কার সিনেমার কাহিনি গড়ে উঠেছে এক প্রাইভেট ইয়টের বারটেন্ডারকে (ম্যাডেলিন ক্লাইন) কেন্দ্র করে, যার সঙ্গে দেখা হয় ইয়টের এক রহস্যময় অতিথির (জনি ডেপ) সঙ্গে। তাদের মধ্যে তৈরি হয় জটিল সংযোগ, যা ধীরে ধীরে অপরাধজগতের এক নারীর (পেনেলোপে ক্রুজ) সঙ্গে জড়িয়ে পড়ে। এছাড়াও রয়েছে, দৃষ্টিপ্রতিবন্ধী একটি চরিত্র। দৃষ্টি ফিরে পাওয়ার পর সে বুঝতে পারে, তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বর্তমানে স্পেনে চলছে সিনেমার শুটিং। আগামী বছর সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত