Homeবিনোদনবলিউড তারকাদের নতুন বছর উদযাপন

বলিউড তারকাদের নতুন বছর উদযাপন


বিদায় নিয়েছে ২০২৪। এসেছে নতুন বছর ২০২৫। বছরের প্রথম দিনটি পৃথিবীর মানুষ নিজেদের মতো করে বরণ করে নিয়েছে। যেই তালিকায় রয়েছে বলিউড সেলিব্রিটিরাও। ঘড়ির কাঁটায় ১২টা ১ মিনিট হওয়ার সঙ্গে সঙ্গে বি-টাউনের তারকারা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উদযাপনের কিছু ঝলক শেয়ার করেছেন এবং বিশেষ দিনে তাদের ভক্তদের জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। খবর : পিঙ্কভিলা

বলিউডের তারকা দম্পতি কাজল ও অজয় দেবগণ। বছরের প্রথম দিনটি তারা পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটিয়েছেন। যার ছবি কাজল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ছবির অ্যালবামের দেখা যায় দম্পতি তাদের ছেলে যুগের সঙ্গে পোজ দিয়েছেন। দানিশ দেবগণ, ইশিতা দত্ত ও ভাটসাল শেঠ, অজয়ের মা এবং বোন নীলামের সঙ্গে নতুন বছর উদযাপন করেছেন।

কাজল তাদের ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এবং এটাই ছিল শেষ। একদম সিনেমার সমাপ্তির মতো, তবে এর চেয়েও ভালো হোক নতুন বছর। আসন্ন বছরের জন্য সকলকে শুভেচ্ছা।’


অনন্যা পান্ডে বছর শুরু করেছেন তার ছোট্ট পোষা কুকুর রায়টের সঙ্গে। ইনস্টাগ্রামে অনন্যা তার পোষা কুকুর রায়টের সঙ্গে আলিঙ্গন করার একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুধু ভালোবাসা দিয়ে ২০২৫ শুরু করছি। চলুন বছরের বাকি অংশের জন্য সুর সেট করি।’

এদিকে পরিণীতি চোপড়াকে দিল্লিতে তার স্বামী রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে নতুন বছর উদযাপন করতে দেখা গেছে। এই দম্পতি একত্রে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তারা ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

এ ছাড়া আলিয়া ভাট ও রণবীর কাপুর তাদের মেয়ে রাহা কাপুরসহ নতুন বছর উদযাপন করেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ঋদ্ধিমা কাপুর, তার স্বামী ভারত সাহনি, তাদের মেয়ে সামারা সাহনি, নীতু কাপুর এবং আলিয়ার মা সোনি রাজদান।

তাদের ছবিগুলো ঋদ্ধিমা শেয়ার ক্যাপশনে লিখেছেন, ‘পার্টি সবে শুরু হইয়েছে এবং ২০২৫ সবার জীবন আলোকিত করুক। হ্যাপি নিউ ইয়ার ইন্সটা ফ্যাম।’

এরপর প্রীতি জিনতা, শ্বেতা বচ্চন, শিলপা শেঠি কুন্দ্রা, ভিকি কুশলের মতো তারকার তহাদের ভক্ত অনুরাগীদের জানয়িছেন নতুন বছরের শুভেচ্ছা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত