Homeবিনোদনবরফঢাকা ফিনল্যান্ডে কার সঙ্গে অবকাশে তৃপ্তি

বরফঢাকা ফিনল্যান্ডে কার সঙ্গে অবকাশে তৃপ্তি


বলিউডের ‘ন্যাশনাল ক্রাশ’ ও ‘ভাবি টু’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি তুষারে ঢাকা ফিনল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি ও ভিডিও শেয়ারও করেছেন। বেশ কিছুদিন ধরে গুঞ্জন ওঠে স্যাম মার্চেন্টের সঙ্গে ডেট করছেন অভিনেত্রী। এবার ঠিক একই রকম কিছু ছবি শেয়ার দিয়েছেন স্যাম। আর এতেই দুইয়ে-দুইয়ে চার মেলান নেটিজেনরা। তবে কী প্রেমিকের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী?

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ফিনল্যান্ডে অবকাশ যাপনের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন তৃপ্তি। পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, লাল সোয়েটার ও কালো প্যান্টে তৃপ্তি তুষারপাত উপভোগ করছেন এবং বরফের ওপর মজার স্লাইড দিচ্ছেন।

ভিডিওটির ক্যাপশনে তৃপ্তি লিখেছেন, ‘তুষারকণা আর হাসি, আজ জীবনের সবচেয়ে সুখী অধ্যায়গুলোর একটি মনে হচ্ছে।’

তৃপ্তির কথিত প্রেমিক স্যাম মার্চেন্টও তার ইনস্টাগ্রাম স্টোরিতে একই রকম কিছু ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিওতে তাকে তুষারপাতের আনন্দ উপভোগ করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে স্যাম লিখেছেন, ‘মুহূর্ত’। এতেই ইন্টারনেট ব্যবহারকারীরা ধরে নিয়েছেন, তৃপ্তি ও স্যাম একসঙ্গেই ফিনল্যান্ডে রয়েছেন।

সম্প্রতি তৃপ্তি ও স্যামকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে। ডিনার ডেট থেকে শুরু করে রাতের ড্রাইভ—এ বছরের বেশ কয়েকবার তারা শিরোনামে ছিলেন। তবে ত্রিপ্তি এখনো তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

স্যাম মার্চেন্ট। ছবি: ইনস্টাগ্রাম

স্যাম মার্চেন্ট। ছবি: ইনস্টাগ্রাম

গত বছর একটি সূত্র জানিয়েছিল, তৃপ্তি সম্পূর্ণ সিঙ্গেল। সূত্রটি জানায়, তৃপ্তি-স্যামের সম্পর্কের গুঞ্জন ভিত্তিহীন। তৃপ্তি একেবারেই সিঙ্গেল। কিছু মানুষের কল্পনা একটু বেশি সক্রিয়। বলিউডে এমন গুজব সাধারণ ব্যাপার।

ত্রিপ্তি ফিনল্যান্ড, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফিনল্যান্ডের ছবি শেয়ার করেছেন ত্রিপ্তি। ছবি: ইনস্টাগ্রাম

ত্রিপ্তি ফিনল্যান্ড, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফিনল্যান্ডের ছবি শেয়ার করেছেন ত্রিপ্তি। ছবি: ইনস্টাগ্রাম

সিনেমার দিক থেকে তৃপ্তি ডিমরির জন্য ২০২৩ ছিল একটি ব্যস্ত ও সফল বছর। সানদীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’ সিনেমায় অভিনয়ের পর তাঁর জনপ্রিয়তার পারদ বেড়ে যায়। এ ছাড়া ‘বুলবুল’ ও ‘কালা’ সিনেমায় অভিনয়ের জন্যও তিনি বেশ প্রশংসিত। এ বছর তৃপ্তি অভিনীত ‘ভুলভুলাইয়া ৩’, ‘ব্যাড নিউজ’ ও ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ মুক্তি পেয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত