Homeবিনোদনবড় পর্দায় লাক ফেভার করে না : প্রভা

বড় পর্দায় লাক ফেভার করে না : প্রভা


অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক সময় নিয়মিত অভিনয় করতেন। উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় নাটক। তবে এখন আর আগের মতো অভিনয়ে দেখা যায় না তাকে।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন প্রভা। সেখানে অভিনয় ও ক্যারিয়ার প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আমার এখন পরিশ্রম করতে ভালো লাগে না। অনেকে মনে করেন অভিনয় সহজ কাজ। কিন্তু এটি মোটেও সহজ নয়। শুধু মেকআপ নিয়ে সুন্দরভাবে সেজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলেই অভিনয় হয় না। আমাদের অনেক কষ্ট করে কাজ করতে হয়। কিন্তু আমার এখন ক্লান্ত লাগে। তবে অভিনয় আমার সবচেয়ে ভালোবাসার কাজ। এ ছাড়া আমি ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করি।’

এ সময় বড় পর্দায় অভিনয় নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। তিনি মনে করেন, সিনেমায় তার লাক ফেভার করে না। যা নিয়ে প্রভা বলেন, ‘বড় পর্দার কাজে আমার লাক ফেভার করে না। যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে, কাজটি করার জন্য আমি রাজিও হয়েছি; এরপর কোনো এক অজানা কারণে সিনেমাটি করা আর হয়ে ওঠে না। এভাবেই রুপালি পর্দায় আর কাজ করা হয়নি। তাই এ বিষয়ে এখন আর কথা বলতে চাই না।’

অভিনয়ের পাশাপাশি বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়ে কাজও করছেন। তবে অভিনয়কে জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান তিনি।

মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রভা। এরপর অভিনয় করেন টেলিফিল্ম, নাটক ও বিজ্ঞাপনে। তার বেশ কিছু জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে—‘দৈনিক তোলপাড়’, ‘ইট কাঠের খাঁচা’, ‘অপরাজিতা’, ‘এইম ইন লাইফ’, ‘হানিমুন’, ‘ধূপছায়া’, ‘লাকি থার্টিন’, ‘খুনসুটি’, ‘এক্স ফ্যাক্টর ২’, ‘আশ্চর্য এক রাতের গল্প’, ‘ঘাসফুল ও নদী’, ‘কাগজের ঘর’, ‘খুনসুটি’, ‘কুয়াশা’, ‘নীলাবতী’, ‘লস প্রজেক্ট’, ‘লাকি থার্টিন’, ‘মালকা বানুর লাভ স্টোরি’ ইত্যাদি।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত