ফারিণের ‘ফাতিমা’সহ যা থাকছে ওটিটিতে
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৮: ১৯
‘ফাতিমা’ সিনেমার দৃশ্য
ফাতিমা (বাংলা সিনেমা)
- অভিনয়: তাসনিয়া ফারিণ, ইয়াশ রোহান, তারিক আনাম খান
- মুক্তি: বঙ্গ (১৭ এপ্রিল)
- গল্পসংক্ষেপ: ঢাকা শহরে নতুন এসেছে ফাতিমা। কিন্তু সে সব সময় এই দেশ ও শহর থেকে পালাতে চায়; আসলে পালাতে চায় জীবন থেকে। কিন্তু ভাগ্যের ফেরে অভিনয়ে নাম লেখায় ফাতিমা। অভিনয় করে বীরাঙ্গনা সুবর্ণা চরিত্রে। রিলের সেই বীরাঙ্গনা সুবর্ণা যেন ফাতিমাকে অভিনয় থেকে নিয়ে আসে বাস্তবতায়। ফাতিমা ও সুবর্ণা যেন দুই সময়ের একটি অবিচ্ছেদ্য মুদ্রা হয়ে ওঠে; যার দুটো দিক বা মুখ থাকলেও আদতে এক।
সত্যি বলে সত্যি কিছু নেই (বাংলা সিনেমা)
- অভিনয়: কৌশিক গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র
- মুক্তি: হইচই (১৮ এপ্রিল)
- গল্পসংক্ষেপ: বিচারপতি ব্রজেশ্বরের বাড়িতে জন্মদিনের আয়োজন চলছে। পরদিনই তার একটা গুরুত্বপূর্ণ মামলার হেয়ারিং। ভাই-ভাইকে খুনের মামলা। ব্রজেশ্বরের মাথায় সারা পার্টিজুড়ে ঘুরছে সেই গুরুত্বপূর্ণ মামলার খুঁটিনাটি। এই খুঁটিনাটিতে জড়িয়ে যায় পার্টিতে আসা কয়েকজন। সবাই মিলে বসে যায় ওই মামলার চুলচেরা বিশ্লেষণে। শুরু হয় তর্ক-বিতর্ক। একজনের কাছে যা সত্যি, অন্যজনের কাছে তা নাও হতে পারে। একজন সত্যিটাকে যেভাবে দেখছে, অন্যজন উল্টো দিক থেকে দেখলে ক্রাইম সিন পালটে যাবে না তো?
খাফ (হিন্দি সিরিজ)
- অভিনয়: মনিকা পানওয়ার, রজত কাপুর, গীতাঞ্জলি কুলকার্নি, শিল্পা শুক্লা, অভিষেক চৌহান
- মুক্তি: নেটফ্লিক্স ও আমাজন প্রাইম ভিডিও, (১৮ এপ্রিল)
- গল্পসংক্ষেপ: দিল্লির একটি মহিলা হোস্টেলের গল্পে তৈরি হয়েছে আট পর্বের এই সিরিজ। নিজের অতীতকে পেছনে ফেলে নতুন জীবন গড়ার উদ্দেশে দিল্লি আসে মধু নামের এক তরুণী। শহরের এক মহিলা হোস্টেলে ওঠে সে। কিন্তু সেই হোস্টেলে সে মুখোমুখি হয় এক অশুভ আত্মার। দিন দিন সেই আত্মা যেন আরও শক্তিশালী হয়ে ধরা দেয় মধুর জীবনে।
মেরে হাজবেন্ড কি বিবি (হিন্দি সিনেমা)
- অভিনয়: অর্জুন কাপুর, ভূমি পেড়নেকার, রাকুল প্রীত সিং
- মুক্তি: জিও সিনেমা (১৮ এপ্রিল)
- গল্পসংক্ষেপ: অঙ্কুর তার কলেজ প্রেমিকা প্রভলিনকে বিয়ে করে। কিছুদিন পরেই তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। ৩ বছর পর অঙ্কুর তার কলেজের বন্ধু অন্তরার সঙ্গে দেখা করে এবং একসময় তারা একে অপরের প্রেমে পড়ে। অন্তরাকে অভিনব কৌশলে প্রেমের কথা জানায় এবং বিয়ের প্রস্তাব দেয় অঙ্কুর। সম্মতি জানায় অন্তরা। কিন্তু ওই দিনই অঙ্কুরের সাবেক স্ত্রী প্রভলিন সড়ক দুর্ঘটনার শিকার হয় এবং জীবনের শেষ ৫ বছরের স্মৃতি হারিয়ে ফেলে, যার মধ্যে অঙ্কুরের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের ঘটনাও ছিল। স্মৃতি ভুলে প্রভলিন আবার অঙ্কুরের জীবনে ফিরে আসে। দুই নারীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয় এবং হাস্যরসাত্মক মুহূর্ত, আবেগঘন নানা ঘটনা আর ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়।